মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

গুদামে মজুত সার জব্দ, ব্যবসায়িকে জরিমানা

গুদামে মজুত সার জব্দ, ব্যবসায়িকে জরিমানা

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় গুদামে সরকারি সার মজুত করার অপরাধে জাকির হোসেন নামে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ৬২৫ বস্তা সরকারি টিএসপি ও ডিএপি সার জব্দ করা হয়।

গত মঙ্গলবার সন্ধ্যায় নওয়াপাড়া বাজারের হাইস্পিড ঘাট (শাহজাহান মোল্যার গলি) এলাকায় “দি মুন এন্টারপ্রাইজের” গুদামে এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা, সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দীন। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার সন্ধ্যায় নওয়াপাড়া হাইস্পিড ঘাট এলাকায় “দি মুন এন্টারপ্রাইজের” গুদামে অভিযান চালনো হয়।

এ সময় গুদামের মধ্যে ২৫০ বস্তা টিএসপি ও ৩৭৫ বস্তা ডিএপি সার অবৈধভাবে মজুত করার অপরাধে প্রতিষ্ঠানের মালিক জাকির হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  মজুদকৃত সার সরকারি হওয়ায় তা জব্দ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  বস্তাবন্দি জীবিত মাদরাসা শিক্ষার্থীকে উদ্ধার

সংবাদটি শেয়ার করুন