যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় গুদামে সরকারি সার মজুত করার অপরাধে জাকির হোসেন নামে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ৬২৫ বস্তা সরকারি টিএসপি ও ডিএপি সার জব্দ করা হয়।
গত মঙ্গলবার সন্ধ্যায় নওয়াপাড়া বাজারের হাইস্পিড ঘাট (শাহজাহান মোল্যার গলি) এলাকায় “দি মুন এন্টারপ্রাইজের” গুদামে এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা, সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দীন। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার সন্ধ্যায় নওয়াপাড়া হাইস্পিড ঘাট এলাকায় “দি মুন এন্টারপ্রাইজের” গুদামে অভিযান চালনো হয়।
এ সময় গুদামের মধ্যে ২৫০ বস্তা টিএসপি ও ৩৭৫ বস্তা ডিএপি সার অবৈধভাবে মজুত করার অপরাধে প্রতিষ্ঠানের মালিক জাকির হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মজুদকৃত সার সরকারি হওয়ায় তা জব্দ করা হয়েছে।