বাংলাদেশে ভারতের অর্থায়নে রেলওয়েতে বর্তমানে সাতটি প্রকল্প চলমান। এসব প্রকল্পের একটিতে সর্বোচ্চ ৯৫ দশমিক ৫০ শতাংশ কাজ হয়েছে। অর্থছাড় হয়েছে ৮৪ দশমিক ১৫ শতাংশ। সবমিলে তিনটি প্রকল্পে কোনো কাজ ও অর্থছাড় হয়নি। অথচ অনেক প্রকল্পের সময়সীমা প্রায় শেষের দিকে। এসব বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের।
পরিকল্পনামন্ত্রী দৈনিক আনন্দবাজারকে বলেন, চীনের ও ভারতের সঙ্গে অনেক প্রকল্প চলছে। এগুলো আরো গতিশীল হওয়া দরকার। এগুলো খুবই আমলা নির্ভরশীল কাজ। এসব কাজ আলোচনা ও দিকনির্দেশনা থাকে সর্বোচ্চ পর্যায়ে। অর্থাৎ দুই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব নিয়ে সিদ্ধান্ত নেন। এখানে অর্থছাড়ে খুবই ধীরগতি। আমরা গত কয়েক বছর বার বার চাইলেও যথাসময়ে অর্থ পাইনি। হয়তো সরকারপ্রধান নির্দেশনা দিয়েছেন কিন্তু আমলারা ডেস্কে কাজ আটকে রেখেছেন। এ কারণে অনেক সময় কাজে ধীরগতি আসে। তা ছাড়া আমাদের এখান থেকেও প্রস্তাবনা যথা সময়ে পাঠানো হয় না বলে ভারতীয়রা সমস্যায় পড়েন বলে তারা অভিযোগ করে থাকেন। এ সমস্যাগুলো সমাধান করে এগিয়ে যাওয়া প্রয়োজন।
পরিকল্পনামন্ত্রী আশা করে বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে অর্থছাড় ও কাজের ব্যাপারে নতুন মাত্রা পাবে। প্রকল্পগুলো বাস্তবায়নে ভারত দ্রুত সময়ে অর্থছাড় করবে। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে রয়েছেন এই সময়টি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
আনন্দবাজার/শহক