ঢাকা | রবিবার
১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাঙ্গামাটিতে পার্বত্য ভূমি কমিশন চেয়ারম্যানের বৈঠক বাতিল

রাঙ্গামাটিতে পার্বত্য ভূমি কমিশন চেয়ারম্যানের বৈঠক বাতিল

পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিল, ৭ সেপ্টেম্বর রাঙ্গামাটিতে পার্বত্য ভূমি কমিশন চেয়ারম্যানের বৈঠক বাতিলসহ ৭দফা দাবিতে এ হরতালের ডাক দেয় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। গতকাল মঙ্গলবার  থেকে শুরু হয়ে ৩২ ঘণ্টা এ হরতাল চলবে। সকালে রাঙ্গামাটি শহরের ভেদভেদী, কলেজ গেইট, বনরূপা, কাঁটালতলী, পৌরসভা, পুরাতন বাসষ্টেশন, রিজার্ভ বাজার ও তবলছড়ি এলাকায় হরতালের সমর্থনে পিকেটিং করছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ নেতাকর্মীরা।

হরতালের কারণে সড়ক ও নৌপথে অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত লোকজন পায়ে হেঁটে কর্মস্থলে যেতে দেখা গেছে। শহরের বেশীর ভাগ দোকানপাট বন্ধ রয়েছে। হরতালের কারণে শহরে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে প্রশাসন। শহরের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল ও নজরদারি খুব কড়া দেখা গেছে। কোনো স্থানে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের হরতালের কারণে তোপেরমুখে পড়ে পার্বত্য ভূমি কমিশনের সভা স্থগিত করে। গতকাল মঙ্গলবার ভূমি কমিশনের সচিব নেজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে রাঙামাটিতে ডাকা হরতালের বিষয়ে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ জানিয়েছে, সভা স্থগিতের কোনো আনুষ্ঠানিক খবর পায়নি তারা। পরে আনুষ্ঠানিক তথ্য পেয়ে বিকেল ৩টায় তারা হরতাল তুলে নেন। জানা গেছে, সন্তু লারমাসহ ভূমি কমিশনের কয়েকজন সদস্যের আহ্বানে এ সভা স্থগিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন