ঢাকা | রবিবার
১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আইন প্রয়োগে খাতির নয়

আইন প্রয়োগে খাতির নয়

দুর্নীতিমুক্ত করতে হলে আইনের প্রয়োগে কঠোর হতে হবে। এক্ষেত্রে কারো প্রতি খাতির করতে চলবে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।

তিনি বলেন, দুর্নীতি জীবনের প্রতিটি ক্ষেত্রেই হয় তবে আমাদের এখানে বেশি দৃশ্যমান। আমরা চেষ্টা করি দুর্নীতি কমিয়ে রাখতে। দারিদ্রতাও দুর্নীতির অন্যতম কারণ। অনেক কাজে প্রকল্প পরিচালকের এখানে-সেখানে হয়তো কিছু এদিক-সেদিক হয়ে যায়। আমরা এখন যে বড় প্রকল্প নিয়েছি তা আমাদের পূর্বপুরুষরাও করেনি বা চিন্তাও করেনি। তবে দুর্নীতিবন্ধে প্রকল্প পরিচালকরা বসে থেকে কাজ করাবে। একজনকে একাধিক প্রকল্প না দেয়া হয়। তবে আমাদের এই চাওয়া পূরণ হয়নি। ক্রয় ও কাজে আইনের সঠিক প্রয়োগ করতে হবে। আইন প্রয়োগে কঠিন হতেই হবে। কোন খাতির করতে পারবে না।

ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ-ডিজেএফবি এর উদ্যোগে ‘ডিজেএফবি উন্নয়ন সংলাপ’ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার সকালে রাজধানী ঢাকার আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে ডিজেএফবির সভাপতি হামিদ-উজ-জামান মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহানোয়র সাঈদ শাহীনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।

শুভেচ্ছা বক্তব্যে হামিদ-উজ-জামান মামুন বলেন, এটি ‘ডিজেএফবি উন্নয়ন সংলাপ’র প্রথম আলোচনা অনুষ্ঠান। আমরা মূলত উন্নয়ন বিষয়ক বিষয়সহ সম-সাময়িক বিষয় নিয়ে আলোচনা করবো। দেশের বিভিন্ন বিশিষ্টব্যক্তিদের নিয়ে এই সংলাপ চলমান থাকবে।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, জীবনের প্রথম জাতীয়তাবাদীর দিকে ধাবিত হই। পরবর্তীতে মানবিকতা দিকে ঝুকে পড়ি। সব দেশেই মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়। সবদেশেই এটি হয়ে থাকে। সোভিয়েত ইউনিয়নেও সেটি ছিল। তার আলোকেই বলসেবিক বিপ্লবের উদ্ভব। যদিও সোভিয়েত ইউনিয়নের পতনে সেটিতে ছেদ পড়ে।

তিনি বলেন, বর্তমানে কাজের শ্রেষ্ঠতম স্থান বাংলাদেশ আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী অন্তরের অন্তরস্থল দিয়ে বাঙালির জন্য ন্যায়বোধ ও সমস্যা সমাধান করতে চান। প্রধানমন্ত্রীর অভিবক্তি আমি বুঝি। তার চোখের ভাষা বুঝি। সে অনুযায়ী কাজ করি।

সভাপতির বক্তব্যে হামিদ-উজ-জামান মামুন বলেন, আজকের আলোচনায় অনেক ক্ষুধা নিবারণ হয়েছে। আগামীতে আরো সুন্দর করে আয়োজন করা হবে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন