ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, দেশের তথ্য প্রযুক্তির বিপ্লবের একক কৃতিত্ব শেখ হাসিনার। প্রযুক্তি বিবর্তনের কারণে সাংবাদিকদের প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের বিকল্প নেই।
আজ রোববার বিকালে পিআইবির সেমিনার কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সাংবাদিকদের প্রযুক্তিগত দক্ষ করে তুলতে অনলাইন সাংবাদিকতার গুরুত্ব তৎপর্যপূর্ণ। প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে মোবাইল সাংবাদিকতার ব্যাপ্তি বেড়েছে। মোবাইল ফোনের কল ড্রপ বা কথা বলতে বলতে কল কেঁটে গেলে গ্রাহকের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান মন্ত্রী।
অনুষ্ঠানে সভা প্রধানের বক্তব্যে পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, তথ্যপ্রযুক্তি বিকাশে সাংবাদিকদের প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের বিকল্প নেই। গুজব প্রতিরোধে মোবাইল সাংবাদিকতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন তিনি।
তিনি বলেন, এখন সাংবাদিকতার ধরন পরিবর্তন হওয়ায় সাংবাদিকদের দক্ষ করে তুলতে প্রশিক্ষণ প্রয়োজন। কারণ, পরিমিতবোধ না থাকলে সাংবাদিকতায় আকর্ষণীয় প্রতিবেদন তৈরি করা সম্ভব হয়না।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিআইবির উপপরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন।সহকারী প্রশিক্ষক নাসিমূল আহসানের সমন্বয়ে প্রশিক্ষণে মোট ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।