ঢাকা | বুধবার
২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

অস্তিত্ব সংকটে ভোগাই

অস্তিত্ব সংকটে ভোগাই

অপরিকল্পিতভাবে বালু তোলায় অস্তিত্ব সংকটে পড়েছে শেরপুরের পাহাড়ি ভোগাই নদী। বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে নদী তীরবর্তী বাড়ি-ঘর ভেঙে নদীগর্ভে বিলীন হচ্ছে।

ভোগাই নদীর মন্ডলিয়াপাড়া, আন্দারুপাড়া, ফুলপুর ও কেরেঙ্গাপাড়া এ ৪টি মৌজার ১২ দশমিক ৩২ একর জায়গায় প্রায় দেড় কোটি টাকায় ১৪২৯ বঙ্গাব্দের জন্য এক বছর মেয়াদী ইজারা দেয়া হয়েছে। পর্যাপ্ত বালু না থাকায় ইজারার টাকা তুলতে নদীতীর ভেঙে কখনো গভীর গর্ত করে বালু তোলা হচ্ছে। এতে বর্ষা মৌসুমে অল্প বৃষ্টিতেই প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ এলাকা। নদী গর্ভে বিলীন হচ্ছে মানুষের বসতবাড়ি।

সরেজমিন দেখা যায়, ভোগাই নদীর কোথাও বালুচরে বিস্তৃত জমি জেগে আছে আবার কোথাও বা ফসলি জমি খুঁড়ে অবৈধভাবে তোলা হচ্ছে বালু। ভোগাই নদী বালু মহালের ইজারাদার প্রতিষ্ঠান মেসার্স মর্তুজা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী হারুন অর রশিদ বলেন, ভোগাই নদীর মহালের ইজারা দেয়া স্থানে বালু না থাকায় অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছি।

এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন বলেন, ভোগাই নদীর অস্তিত্ব রক্ষায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। এ নদীর বালু মহাল ইজারায় সরকার রাজস্ব পায় বিধায় ইজারা বন্ধের বা মৌজা পরিবর্তন করার সুযোগ নেই। যারা ইজারা নিয়েছেন তারা বালু মহাল দেখেই ইজারা নিয়েছেন। তাই ইজারা বর্হিভূতস্থানে বালু তোলা হলে ভ্রাম্যমাণ আদালতে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন