নকলা উপজেলায় দিনদিন বৃদ্ধি পাচ্ছে পাটের আবাদ। এবার পাটের ভালো দাম পেয়ে খুশি কৃষক। পুকুর ও ডোবায় যেখানে পানি রয়েছে সেখানে পর্যায়ক্রমে পাট জাগ দিচ্ছেন কৃষকরা। যদিও এবার পর্যাপ্ত পানির অভাবে পাট জাগ দেওয়া নিয়ে বিড়ম্বনায় পড়েছেন কৃষকরা।
তবে গত বছরের তুলনায় এ বছর প্রতিমণ পাট বেশি দরে বিক্রি হচ্ছে বলে জানান পাট চাষিরা। গত বছর প্রতিমণ পাট বিক্রি হয়েছিল প্রকার ভেদে ২ হাজার টাকা থেকে ২ হাজার ৫’শ টাকা পর্যন্ত। নকলা উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল ওয়াদুদ বলেন, এবার উপজেলায় ৪ শ ৩০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারের পাট জাতদ্রব্য ব্যবহার বাধ্যতামূলক করাসহ পাটের মূল্য বৃদ্ধি, জ্বালানি হিসেবে পাট কাঠিকে ব্যবহার ও পাট চাষে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পাওয়ার কারণে উপজেলার কৃষকরা পাট চাষে আগ্রহী হয়ে উঠছেন।
পাট চাষ সফল করতে কৃষি বিভাগসহ সংশ্লিষ্ট বিভাগ হাতে-কলমে চাষিদের প্রশিক্ষণ, উন্নত জাতের পাট বীজ সরবরাহ এবং প্রয়োজনীয় সারের মজুদ সন্তোষজনক পর্যায়ে রাখাসহ নানা কার্যক্রম গ্রহণ করে।