সরকারিভাবে চাল ও আটা খোলা বাজারে বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। নিম্নআয়ের মানুষকে স্বস্তি দিতে সরকার এ কার্যক্রম চালু করেছে। ওএমএসের আওতায় সরকার ৩০ টাকা কেজি দরে চাল ও ১৮ টাকা কেজি দরে আটা বিক্রি করছে। এছাড়া টিসিবির ফ্যামিলি কার্ডধারীরাও অগ্রাধিকার ভিত্তিতে চাল কিনতে পারবে। একই সঙ্গে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫০ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল দেয়া হবে। বৃহস্পতিবার সারাদেশে শুরু হওয়া এ কার্যক্রম নিয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।
বরিশাল অফিস : জেলা প্রশাসন ও খাদ্য নিয়ন্ত্রক বরিশালের আয়োজনে একযোগে বরিশালসহ বাংলাদেশ ওএমএস এর মাধ্যমে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন ও মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯ টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে ও পলাশপুর বউবাজার এলাকায় ওএমএস এর মাধ্যমে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ সাইফুল ইসলাম বিপিএম (বার)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল সোহেল মারুফ, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক বরিশাল বিভাগ মোঃ জাহাঙ্গীর আলম, জেলা খাদ্য নিয়ন্ত্রক বরিশাল তাজুল ইসলাম। পরে সকাল ১১ টা ৩০ মিনিটে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ওএমএস এর মাধ্যমে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় সংক্রান্ত মিট দ্য প্রেস-এর আয়োজন করা হয়। উপস্থিত অতিথি দের অংশগ্রহণে মিট দ্য প্রেসে বিভাগীয় কমিশনার বলেন, বরিশাল বিভাগের সিটি কর্পোরেশন সহ প্রতিদিন ৩ লক্ষ ৮ হাজার মে. টন চাল ৩০ টাকা কেজি দরে ভোক্তাদের মাঝে বিক্রয় করা হবে। দৈনিক একজন ক্রেতা ৫ কেজি চাল ক্রয় করতে পারবে। এতে করে বরিশাল বিভাগে দৈনিক ৬১ হাজার জন স্বল্প আয়ের মানুষ সুলভ মূল্যে চাল ক্রয়ের সুযোগ পাবেন। এদিকে জেলা প্রশাসক বরিশাল বলেন, বরিশাল জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় ৯৬ হাজার মে. টন চাল ৩০ টাকা কেজি দরে ভোক্তাদের মাঝে বিক্রয় করা হবে। একজন ক্রেতা দৈনিক ৫ কেজি চাল ক্রয় করতে পারবে। বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় টিকটক আটা ১৮ টাকা কেজি দরে বিক্রয় করা হবে ক্রেতা দৈনিক সর্বোচ্চ তিন কেজি আটা ক্রয় করতে পারবে ডিলার প্রতি ৫০০ কেজি আটা করে মোট ৫ হাজার ৫০০ মে. টন আটা ১৮ টাকা কেজি দরে বিক্রয় করা হবে। দৈনিক একজন ক্রেতা সর্বোচ্চ ৩ কেজি আটা ক্রয় করতে পারবে। টিসিবির কার্ডধারীগণ চাল আটা ক্রয়ের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। বরিশাল জেলার ১০ টি উপজেলায় ৮৮ টি ইউনিয়নে এ কার্যক্রম চলমান থাকবে।
বগুড়া ব্যুরো : দেশে চালের দাম লাগামহীন বাড়ায় খোলা বাজারে চাল বিক্রির সিদ্ধান্ত নেয় সরকার। এর ফলশ্রুতিতে বৃহস্পতিবার সকাল থেকে বগুড়ায় শুরু হয়েছে খোলা বাজারে চাল বিক্রির কার্যক্রম। ৩০ টাকা কেজি দরে এ চাল বিক্রির কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক। বাজারের উচ্চমূল্যের চাল বেচা কেনার এ সময় ৩০ টাকা কেজি দরের চাল পেয়ে আনন্দিত সাধারণ ক্রেতারা। জেলার খাদ্য বিভাগ জানান, খোলা বাজারে চাল বিক্রির জন্য বগুড়া পৌর এলাকাসহ ১২টি উপজেলায় ৫২টি কেন্দ্রে প্রতিটিতে ২ টন করে মোট ১০৪ টন চাল বিক্রয় করা হবে। এ চাল সব পর্যায়ে মানুষ কিনতে পারবেন। প্রতিজন প্রতিদিন ৫ কেজি করে চাল কিনতে পারবেন এসব কেন্দ্র থেকে। শুক্র ও শনিবার ছাড়া সপ্তাহে ৫ দিন এ চাল নিতে পারবেন সাধারণ মানুষ। এছাড়া সরকারি ছুটির দিন বন্ধ থাকবে এ চাল বিক্রয়। শহরের সাবগ্রাম এলাকার আলিফা বেগম এসেছেন সাশ্রয়ী দামে চাল কিনতে।
গাইবান্ধা প্রতিনিধি: নিম্নআয়ের জনগোষ্ঠীকে মূল্য সহায়তা প্রদানের লক্ষ্যে দেশব্যাপি ওএমএস কার্যক্রম সম্প্রসারণের আওতায় গাইবান্ধা পাবলিক লাইব্রেরী চত্বরে জেলায় ওএমএস কার্যক্রমের শুভ উদ্ধোধন করা হয়। খাদ্য বিভাগের আয়োজনে ওএমএস কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক অলিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, খাদ্য মন্ত্রণালয়ের (এফপিএমইউ) এর গবেষণা পরিচালক মো. হাজিকুল ইসলাম, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক দীপক কুমার পাল প্রমুখ।
উল্লেখ্য, ওএমএস ট্রাকসেল দোকান থেকে প্রতিজন ৩০ টাকা হিসেবে ৫ কেজি চাল এবং ১৮ টাকা হিসেবে ৫ কেজি আটা নিতে পারবে।
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে উপজেলায় ওএমএস চাল বিক্রি শুরু হয়েছে। সকালে উপজেলা সদরের রেলগেট এলাকায় এক ডিলার পয়েন্টে এ চাল বিক্রির কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন, উপজেলা খাদ্য পরিদর্শক মোছা: সাবরীন মোস্তাকী, সদরের ওএমএস ডিলার আব্দুল বারী মোল্লাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে ৩০ টাকা কেজি দরে ওএমএসের চাল বিক্রি শুরু হয়েছে। শহরের পূর্ব বাজার বিক্রয় কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করে জেলা প্রশাসক শরীফুল ইসলাম। এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলন করেন জেলা প্রশাসক। তিনি জানান, জেলায় ২০টি ডিলারের মাধ্যমে প্রতিদিন ৪০ মেট্রিক টন চাল সাধারণ ক্রেতা ও টিসিবির কার্ডধারীদের কাছে বিক্রি করা হবে। এসময় পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা পরিষদের প্রশাসক আরিফুর রহমান রকেট, সদর উপজেলা চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সহকারি জেলা খাদ্য নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।
ফরিদপুর প্রতিনিধি : স্বল্প আয়ের মানুষের মাঝে সরকারিভাবে শুরু হয়েছে ৩০ টাকা দরের চাল বিক্রয়। জেলা শহরের টেপাখোলা বাজারে এ চাল বিক্রয়ের উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার। এসময় হতদরিদ্র নারী-পুরুষ সরকারের দেওয়া ভর্তুকি মূল্যে চাল কিনতে আসা মানুষ লাইনে দাঁড়িয়ে নির্ধারিত ডিলারের কাছ থেকে চাল সংগ্রহ করে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. শাহজাহান, জেলা খাদ্য কর্মকর্তা কাজী সালাউদ্দিন, ভোক্তা অধিকারের সহকারি পরিচালক সোহেল শেখ, ডিলার মীর আব্দুর জলিল প্রমুখ ।
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর জেলার পাঁচটি উপজেলায় ওএমএস এর চাল বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। মাদারীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের থানতলী এলাকায় খোলা বাজারে ন্যায্যমূল্যে ওএমএসের চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মাদারীপুরের জেলা প্রশাসক ডা. রহিমা খাতুন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনুদ্দিন, মাদারীপুর জেলা খাদ্য কর্মকর্তা ইসমাইল হোসেনসহ অন্যরা। জেলার চল্লিশটি পয়েন্টে ৬৪০০ পরিবারকে প্রতিদিন পাঁচ কেজি করে ৩০ টাকা কেজি দরে চাল বিতরণ করা হবে।
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে নিম্নআয়ের মানুষের খাদ্য সহায়তার জন্য জেলার প্রতিটি পৌরসভা ও উপজেলায় একযোগে খোলা বাজারে চাল বিক্রির উদ্বোধন করা হয়েছে। জেলার ৮টি পৌরসভার ও ৯টি উপজেলায় মোট ৪২টি কেন্দ্রে প্রতিদিন ২ মেট্রিকটন করে ৮৪ মেট্রিকটন চাল বিক্রি করা হবে। প্রতি কেজি চাল ৩০টাকা করে টিসিবি কার্ডধারীরা একজন ৫ কেজি করে মাসে ১০ কেজি চাল ক্রয় করতে পারবে। আগামী ৩মাস সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলবে এ কার্যক্রম। নোয়াখালী পৌর এলাকার দত্তেরহাটে এ কার্যক্রমের উদ্বোধন করেন, খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এ কে এম মামুনুর রশিদ।
নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও নোয়াখালী পৌর মেয়র সহিদ উল্যা খান সোহেল। অনুূষ্ঠান সঞ্চালনা করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ন কবির। এছাড়াও, প্রধানমন্ত্রীর বিশেষ খাদ্যবান্ধব কর্মসূচীর মাধ্যমে জেলার প্রতিটি ইউনিয়নে ১৯৯জন ডিলারের মাধ্যমে ৮২হাজার ৫৫১ জন ভোক্তার মাঝে ১৫টাকা দরে ৩০ কেজি করে চাল আগামী সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে বিক্রি করা হবে। যার জন্য ইতোমধ্যে ৫৬হাজার ৫২৭জন ভোক্তার তথ্য যাচাই করা হয়েছে।
কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জে টিসিবি কার্ডধারী ও সাধারণ ভোক্তাদের মধ্যে ওএমএস কর্মসূচির আওতায় ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু হয়েছে। সকালে উপজেলার কালীগঞ্জ বাজার এলাকায় স্বল্প মূল্যে চাল বিক্রির ভারচুয়ালু উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ এমপি।
এ সময় উপস্থিত ছিলেন- কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জহুরুল হক, ওসি তদন্ত কালীগঞ্জ মাহবুবুর রহমান, মজিবর রহমান, নুর ইসলাম আহমেদ উপস্থিত ছিলেন। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নান বলেন, দরিদ্র ভোক্তা পর্যায়ে খাদ্যপণ্য সহজলভ্য করতে সরকার এ উদ্যোগ নিয়েছে। আমরা আশাকরি এর ফলে দরিদ্ররা উপকৃত হবেন।
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলা খাদ্য গুদামে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান। ১৭টি ডিলারের মাধ্যমে জেলায় ৩৪ মেট্রিকটন চাল ৬৮০০ জন নিম্নআয়ের মানুষের মাঝে বিতরণ করা হবে। এর আগে জেলা প্রশাসন ও জেলা খাদ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম ভুইয়া, খাদ্য মন্ত্রণালয়ের গবেষণা কর্মকর্তা (এফটিএম ইউ) ধীমান সেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক এ কে এম শহিদুল হক প্রমুখ।
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : শ্রীমঙ্গল শহরের সিন্দুরখান রোড ডিলার আব্দুল হাই এর দোকানে ৩০ টাকা কেজি দরের ওএমএস এর চাল বিক্রি উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। এসময় উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তাকদীর হোসেন, ট্যাগ অফিসার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর উপস্থিত ছিলেন। এ কার্যক্রম শ্রীমঙ্গল পৌর এলাকার ভানুগাছ রোড, মৌলভীবাজার রোড, সিন্দুরখান রোডসহ কয়েকটি পয়েন্টে এক যোগে চালু করা হয়।
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের শংকরপাশা ইউনিয়নের জেলা খাদ্য বিভাগের আয়োজনে এ ন্যায্য মূল্যে চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মাদ সাঈদুর রহমান, খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব সৌরেন্দ্র নাথ সাহা, জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) কর্মকর্তা শেখ মশিয়ার রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম জাহান, সদর থানার অফিসার ইনচার্জ আ. জা. মো: মাসুদুজ্জামান, শংকরপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মল্লিক স্বপন প্রমুখ। খাদ্য বান্ধব কর্মসূচীতে জেলার তিনটি পৌরসভায় প্রতিদিন ১১ জন ডিলারকে ২২টন চাল এবং তিনটি উপজেলায় ৬ জন ডিলারকে ১২টন চাল ন্যায্য মূল্যে বিক্রির জন্য দেয়া হয়েছে।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে পৌর এলাকায় খোলা বাজারে ওএমএস এর চাল ৩০ টাকা কেজি ধরে বিক্রির উদ্বোধন করা হয়েছে। পৌর এলাকার পৃর্ব লক্ষিকোলা বাজারে ওমর ফারুক, ধানগড়া বাজারে শুভ আহম্মেদ ও গোলাম রব্বানী ডিলার পয়েন্ট থেকে উদ্বোধন করেন। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল ও রায়গঞ্জ পৌর সভার মেয়র আব্দুল আব্দুল্লাহ আল পাঠান, উপজেলা খাদ্য কর্মকর্তা নিয়ামুল হক সহ অন্যরা। উপজেলা খাদ্য কর্মকর্তা নিয়ামুল হক জানান, রায়গঞ্জ পৌর এলাকার ৩টি পয়েন্টে সপ্তাহের ৫দিন চাল ১০ টাকা কেজি ধরের মাধ্যমে প্রতিজনকে ৫ কেজি করে চাল দেয়া হবে।
শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জ শাহজাদপুরে পৌর সদরে ওএমএস(খোলা বাজার)’এ চাল বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকে ৪ টি ডিলারের মাধ্যমে এ চাল বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম।
শাহজাদপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জহুরুল ইসলাম জানান, শাহজাদপুর পৌর সদরের দিলরুবা বাসট্যান্ড, দ্বারিয়াপুর বাজার, উপজেলা পরিষদের মসজিদ সংলগ্ন ও রুপপুর (থানার ঘাট সংলগ্ন) স্থানে সপ্তাহে ৫ দিন ৪টি ডিলারের মাধ্যম ২ টন করে ৮ টন চাল ১৬০০জন ক্রেতার মাঝে বিক্রি করা হবে। এবিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম জানান, বাজারে দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় স্বল্প আয়ের মানুষদের কথা বিবেচনায় রেখে সরকার আবারও এ কার্যক্রম চালু করেছে। আমরা ৯০দিনের বরাদ্দ পেয়েছি, আপাতত পৌর সদরে প্রতি ডিলারের মাধ্যমে দৈনিক ২ মেঃ টন করে মোট ৮ মে. টন চাল বিক্রি করা হবে।
পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি : পত্নীতলার চকনিরখীন মোড় ( ঠুকনিপাড়ায় ) সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ও এম এস এর উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। এ সময় আরো উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার, নজিপুর পৌর মেয়র রেজাউল কবীর চৌধুরী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আতাউর রহমান, নজিপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন চন্দ্র মন্ডল প্রমূখ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) কার্যক্রম শুরু হয়েছে। পাবলিক ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেমের আওতায় এই চাল বিক্রয় করা হচ্ছে। জেলা শহরের নিমতলা এলাকায় ওএমএস কেন্দ্রে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রয়ের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক জানান, প্রান্তিক এবং নিম্ন আয়ের মানুষকে কমমূল্যে খাদ্য সহায়তা দেওয়া এবং বাজারদর স্থিতিশীল রাখার লক্ষ্যে সরকার ওএমএস কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ৬ টি, শিবগঞ্জ পৌরসভায় ৪ টি, রহনপুর পৌরসভায় ৪টি, নাচোল পৌরসভায় ৩ টি ও ভোলাহাট পৌরসভায় ২টিসহ ১৯ টি ওএমএস কেন্দ্রে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রয় করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রে ২ মেট্রিক টন চাল বিক্রয় করা হবে। যা আগে ছিল ১ মেট্রিক টন। এছাড়া ভোলাহাট উপজেলাকে এবার নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে।