ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফাস্টফুড চেইনের বিরুদ্ধে মামলা করলেন ব্রুস লির মেয়ে

এক চীনা ফাস্টফুড চেইনের বিরুদ্ধে মামলা করেছেন মার্শাল আর্ট স্টার ব্রুস লির মেয়ে। বাবার ছবি অনুমতি ছাড়া ব্যবহার করায় এ মামলা করা হয়েছে। মামলার এজাহারে কোম্পানির লোগোতে ব্যবহৃত ব্রুস লির ছবি সরানো এবং বিনা অনুমতিতে ব্যবসায়িক উদ্দেশ্যে ব্রুস লির ছবি ব্যবহার করায় ৩ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। খবর বিবিসি।

মামলাটি করেছে ব্রুস লির মেয়ে শ্যানন লি পরিচালিত ব্রুস লি এন্টারপ্রাইজেস। তবে রিয়াল কুংফু নামে ওই চীনা প্রতিষ্ঠানের দাবি, তারা স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে অনমুতি নিয়েই এ ছবি ব্যবহার করেছে।

চীনা সোস্যাল মিডিয়া ওয়েইবোতে এক বিবৃতিতে কোম্পানিটি বলেছে, রিয়াল কুংফু চেইনশপের লোগোতে ওই ছবি ব্যবহারের জন্য যথাযথ নিয়ম মেনে আবেদন করা হয়েছিল এবং কঠোরভাবে যাচাই বাছাইয়ের পরই এ ব্যাপারে অনুমতি দেয়া হয়েছে। কোম্পানির লোগোতে এ ছবি ১৫ বছর ধরে ব্যবহার করা হচ্ছে। আমরা খুব অবাক হয়েছি, এতো বছর কেন এ মামলা হলো! আমরা আইনিভাবে এর মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিচ্ছি।

চীনের গুয়াংজুভিত্তিক ওই ফাস্টফুড চেইনটি স্থানীয়ভাবে মান্দারিন ভাষায় ঝেন গংফু নামে পরিচিত। ১৯৯০ সালে প্রতিষ্ঠিত এ কোম্পানির চীনজুড়ে প্রায় ৬০০টি শাখা রয়েছে।

ব্রুস লির ছবি ব্যবহারে লাইসেন্স প্রদান ও বাণিজ্যিকভাবে ব্যবহারের বিষয়টি দেখাশোনা করে ব্রুস লি এন্টারপ্রাইজেস। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, ব্যক্তির আত্মিক উন্নতি, মঙ্গলময় শক্তি, বৈশ্বিক সংহতি এবং মার্শাল আর্টকে জীবন্ত রাখতে ব্রুস লির শিল্প ও দর্শন ছড়িয়ে দেয়ার লক্ষ্যেই নিবেদিত।

তবে মামলার ব্যাপারে ব্রুস লি এন্টারপ্রাইজেসের পক্ষ থেকে মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়েছে।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন