কর্তৃপক্ষের কাজের স্বার্থের কথা জানিয়ে ৮ উপ-সহকারী প্রকৌশলীকে বিভিন্ন জোন, বিভাগ ও প্রকল্পে বদলি করেছে ঢাকা ওয়াসা। ঢাকা ওয়াসার সচিব প্রকৌশলী শারমিন হক আমীর এ বিষয়ে এক অফিস আদেশ জারি করে তাদের বদলি করেন। গতকাল শুক্রবার এ তথ্য জানা গেছে।
প্রকৌশলী শারমিন হক আমীর জানান, বদলি করার আগে ওই ৮ উপ-সহকারী প্রকৌশলী ওয়াসার প্রশাসন বিভাগ ১ -এ দায়িত্বে ছিলেন। কর্তৃপক্ষের কাজের স্বার্থে এ বদলির আদেশ জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।
রিক্তা আক্তারীকে মডস জোন ৯, রাইফুল ইসলামকে মডস জোন ৬, রাফেজ আহমেদকে সিএম বিভাগ, রাইহান আলীকে সংগ্রহ বিভাগ ২, মেহেদী হাসানকে পদ্মা (যশলদিয়া) পানি শোধনাগার প্ল্যান্ট, ফয়সাল আহমেদকে ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্প, আল আমিন মোস্তফাকে মডস জোন ৪ ও ইমামুল ইসলামকে মডস জোন ৮-এ বদলি করা হয়েছে।