বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পাঁচ মাস পর ইন্টারনেট সেবা চালু হলো লাদাখে

ভারতের জম্মু-কাশ্মীর ও লাদাখে প্রায় পাঁচ মাস যাবৎ ইন্টারনেট সেবা বন্ধ থাকার পর অবশেষে ইন্টারনেট সেবা চালু করা হলো লাদাখের কারগিলে। তবে, কাশ্মীর উপত্যকায় এখনো বন্ধ রয়েছে ইন্টারনেট।

আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

সংবাদে জানানো হয়, শুক্রবার সকালে লাদাখের কারগিলে মোবাইল ইন্টারনেট সেবা চালু করা হয়েছে।

কর্তৃপক্ষের দেয়া তথ্যানুযায়ী, কারগিলের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে, তাই মোবাইল ইন্টারনেট সেবা চালু করে দেওয়া হয়েছে। ল

চলতি বছরের ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে মোদী সরকার। এছাড়া, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ভেঙে জম্মু-কাশ্মীর ও লাদাখ আলাদা দু’টি অঞ্চলে ভাগ করা হয়েছে। এর জেরে কাশ্মীরজুড়ে বিক্ষোভের আশঙ্কায় ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়।

 

 

আনন্দবাজার/ইউএসএস

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  পানির দাবিতে রাজধানীর রোকেয়া সরণি অবরোধ

সংবাদটি শেয়ার করুন