ঢাকা | মঙ্গলবার
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কবিরহাটে সারের দুই ডিলার আটক

কবিরহাটে সারের দুই ডিলার আটক

নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে রাতের আধারে সরকারি বিএডিসির ইউরিয়া সার কালো বাজারে বিক্রির সময় ডিলারসহ দুইজনকে আটক করছে পুলিশ। এসময় একটি পিকআপ থেকে ২ হাজার ২৫০ কেজি সার জব্দ করা হয়। যার মধ্যে ৪০ বস্তা ইউরিয়া ও ৪ বস্তা জিএফ সার রয়েছে।  গত শনিবার দিবাগত-রাত ৯টার দিকে নরোত্তমপুর ইউনিয়নের মাওলানা বাজার থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন, নরোত্তমপুর ইউনিয়নের ফলাহারী গ্রামের মৃত খুরশিদ আলমের ছেলে ও সারের ডিলার দেলোয়ার হোসেন মিলন (৪৫) এবং নরোত্তমপুর  গ্রামের পিকআপ চালক গিয়াস উদ্দিন (১৯)। 

জানা গেছে, নরোত্তমপুর ইউনিয়নের ডিলার মিলন বরাদ্দ অনুসারে সার উত্তোলন করে বাহিরে বিক্রি করে দেয়। তার নামে বরাদ্দ দেওয়া সার থেকে  ২হাজার ২৫০ কেজি সার অবৈধভাবে বিক্রির জন্য রাতের অন্ধকারে নরোত্তমপুর ইউনিয়নের করমবক্স বাজারের গুদাম থেকে পাচার করে বেগমগঞ্জের কাদিরপুর ইউনিয়নের পাক মুন্সিরহাট বাজারে নেওয়ার পথে মাওলানা বাজারে আটক করে স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সারসহ ডিলার ও গাড়ি চালককে আটক করা হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পিকআপভর্তি সারসহ দুইজনকে আটক করা হয়েছে। পরবর্তীতে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

সংবাদটি শেয়ার করুন