ঢাকা | বৃহস্পতিবার
১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বৃষ্টির সঙ্গে তীব্র ঠাণ্ডায় কাঁপছে যশোর

শৈত প্রবাহ না থাকলেও তীব্র ঠাণ্ডায় কাঁপছে সারাদেশ। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিকে যশোর জেলার তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের তীব্রতা। সেই সঙ্গে আজ সকালের আকস্মিক বৃষ্টিতে জেলায় নেমে এসেছে দুর্ভোগ। বৃষ্টির জন্য ঠিকমত জমে ওঠেনি এই অঞ্চলের সবচেয়ে বড় সবজির হাট।

তবে কৃষকদের দাবি, চলতি বছর ফলন কম হওয়ায় কাঙ্ক্ষিত লাভ করতে পারছেন না। যদিও কৃষি বিভাগ বলছে, সবজির দাম ভালো থাকায় কৃষকের লোকসান নয় বরং লাভই হচ্ছে।

গত এক সপ্তাহ যাবত যশোরে তীব্র শীত বিরাজ করছে। যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমেছে এর সঙ্গে যোগ হয়েছে বৃষ্টি। তবে গত ৩ দিন ধরে তাপমাত্রা বেড়ে ১১ ডিগ্রি সেলসিয়াসে উঠলেও শীতের তীব্রতা কমছে না। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের ও সাধারণ মানুষ। সে সাথে পথঘাট কর্দমাক্ত হয়ে যাওয়ায় জনসাধারণের চলাচলেও সমস্যা সৃষ্টি হয়েছে।

জেলার স্থানীয় এক শ্রমিক জানায়, গত ৫-৭ দিন ধরে প্রচণ্ড ঠাণ্ডা পড়েছে এখানে। শীত কুয়াশার জন্য সাধারণ মানুষ বাইরে বের হতে পারছে না। তারওপর আবার আজ সকাল থেকে বৃষ্টি হয়েছে।

এদিকে বৃষ্টির জন্য এ অঞ্চলের সবচেয়ে বড় সবজির হাট সাতমাইলে জমে  ওঠেনি হাট। খুব কম সংখ্যক কৃষক হাটে সবজি নিয়ে আসেন।

যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এমদাদ হোসেন শেখ জানান, সারাবছর জুড়ে সবজির দাম বাজারে ভালো ছিলো। যার জন্য কৃষকদের লোকসান হওয়ার কোনো সম্ভাবনাই  নেই।

 

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন