ফুল ভালোবাসেনা এমন মানুষ কমই আছে। আমাদের চারপাশে রয়েছে নানান রকম ফুল। গ্রীষ্ম থেকে শুরু করে বসন্ত ঋতু পর্যন্ত প্রত্যেক ঋতুতেই ফোটে নানা রকম ফুল। তেমনি পছন্দের একটি ফুল দোলনচাঁপা। দোলনচাঁপা গাছের বৈজ্ঞানিক নাম ঐবফুপযরঁস পড়ৎড়হধৎরঁস.
দোলনচাঁপা গাছ আদার মতো কন্দ থেকে গজায়। উচ্চতায় এটি ১ থেকে ২ মিটার হয়ে থাকে। এর পাতার অগ্রভাগ সূঁচালো। গ্রীষ্ম থেকে শরৎকাল পর্যন্ত এতে ফুল আসে, উজ্জ্বল সাদা বর্ণের ফুল ফোটে। ফুলে হালকা মিষ্টি সুবাস আছে। চার পাপড়ি বিশিষ্ট প্রতিটি সাদা ফুল দেখতে অনেকটা প্রজাপতির মতো; তাই একে ইংরেজিতে বাটারফ্লাই জিঞ্জার লিলি (নঁঃঃবৎভষু মরহমবৎ ষরষু) বলা হয়। বাগান প্রেমীরা নানান ফুলে আকৃষ্ট হয়। বাগানে থাকে নানা রকমের ফুল গাছ। অনেক ফুলের ভেতর দোলনচাঁপা ফুল মন কাড়ে বাগান প্রেমীদের। দোলনচাঁপার মিষ্টি ঘ্রাণে মন ভরে যায়। কিছুক্ষণের জন্য থমকে দাঁড়ায় দোলনচাঁপা গাছের কাছে। উপভোগ করে তার রূপ, ঘ্রাণ। অন্যান্য ফুলের মধ্যে দোলনচাঁপাও ফুল প্রেমীদের মন কাড়ে।