ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মনিরুল ইসলামের ছবি ব্যবহার করায় প্রতিবাদ

শহিদ পুলিশ অফিসার মনিরুল ইসলামের ছবি ব্যবহার করে সংবাদ প্রকাশ করায় প্রতিবাদ জানিয়েছেন তার ছোট ভাই আন্তর্জাতিক গণমাধ্যম কর্মী ওয়াহিদ সোহান। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ছবি প্রত্যাহার ও জাতির কাছে গণমাধ্যমগুলোর ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে ওয়াহিদ সোহান বলেন, শহিদ পুলিশ অফিসার মনিরুল ইসলাম, নোয়াখালী সুধারাম থানার-পূর্ব এওজ-বালিয়া গ্রামের ডাক্তার নুরুল ইসলামের সন্তান। ২০১৭ সালের ২৫ মার্চ রাতে, সিলেটে কর্তব্য অবস্থায় (রাত জঙ্গি বিরোধী অভিযানে) জঙ্গিদের পরিকল্পিত বোমা হামলায় শাহাদাত বরণ করেন। পুলিশ অফিসার মনিরুল ইসলাম ছিলেন একজন, মেধাবী, সৎ-নিষ্ঠাবান, দায়িত্বশীল এবং আত্মমর্যাদা সম্পন্ন পুলিশ অফিসার। বাংলাদেশের সর্বভৌমত্ব, মাটি-মা’কে রক্ষার্থে জীবন দেওয়া মনিরুল ইসলামের ছবি প্রকাশ করে বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যমে (ঢাকা মেইল এবং সময় টিভি) ২০ হাজার টাকা বেতনের ওসি কোটি টাকার মালিক শিরোনামে যেই সংবাদ প্রকাশ করেছে সেটি দায়িত্ব জ্ঞানহীন গণমাধ্যমের পরিচয় দিয়েছে। যেই সাংবাদিক ২০১৭ সালে মৃত পুলিশ অফিসার মনিরুল ইসলামের ছবি দিয়ে সংবাদ প্রকাশ করেছে, তার পিতৃ পরিচয় নিয়ে আমার সন্দেহ হয়। কেননা কোনো বোধজ্ঞান সম্পন্ন ব্যক্তি এমন দায়িত্ব জ্ঞানহীন সংবাদ প্রচার করতে পারে না।

তিনি বলেন, আমি ২০১৮ সাল থেকে বাংলাদেশে এবং বর্তমানে আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করছি। আমার দেখা বাংলাদেশের সংবাদ মাধ্যমের সিনিয়র সাংবাদিক যারা- একটা অনুসন্ধানী সংবাদ প্রকাশ করার আগে শতভাগ নিশ্চিত না হয়ে এবং সঠিক তথ্য যাচাই না করে কোনো সংবাদ তারা প্রকাশ করেন না। আমি বাংলাদেশের সকল সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ করবো আপনাদের প্রতিষ্ঠানের সম্মানের স্বার্থে ভাইরাল গণমাধ্যম না হয়ে জনগণের জন্য কল্যাণকর গণমাধ্যমের ভূমিকা পালন করুন। বাংলাদেশের পুলিশ বাহিনীর সিনিয়র কর্মকর্তাদের কাছে অনুরোধ করবো দায়িত্ব জ্ঞানহীন ভাইরাল সংবাদ মাধ্যমগুলোর লাগাম টেনে ধরুন। এরা জাতি এবং সমাজকে বিভ্রান্ত করছে। কোনো ব্যক্তি আইন-আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত বিশ্বের কোনো দেশ তাদের ছবি প্রকাশ করে এইভাবে সংবাদ প্রকাশ করে না। কোনো ছবি ব্যবহার করতে হলে সেই ছবিতে যেন মুখ না চেনা যায় তারা সেই কাজটি করে। আর আমার বাংলাদেশের চিত্র ভিন্ন।

তিনি বলেন, বিভিন্ন সূত্রে, আমার যতটুকু জানার সুযোগে হয়েছে, ঢাকা রমনা থানার ওসি মনিরুল ইসলামের ছবির পরিবর্তে সাংবাদিকরা শহিদ পুলিশ অফিসার মনিরুল ইসলামের ছবি ব্যবহার করেছে। আমার ব্যক্তিগত অভিমত রমনা থানার ওসি মনিরুল ইসলাম যতক্ষণ পর্যন্ত আইনিভাবে দোষী সাব্যস্ত না হবেন ততক্ষণ তারও ছবি ব্যবহার করে সংবাদ প্রকাশ করা আইনের পরিপন্থী।

যেই সকল সংবাদ মাধ্যম শহিদ পুলিশ অফিসার মনিরুল ইসলামের ছবি দিয়ে সংবাদ প্রকাশ করেছেন, আপনারা সংবাদে ভুল ছবি প্রকাশ করার কারণ ব্যাখ্যা করে বিজ্ঞপ্তি দিয়ে বাংলাদেশের মানুষের ও মনিরুলের পরিবারের কাছে অতিসত্বর ক্ষমা চাইবেন। অন্যথায় মনিরুল ইসলামের পরিবার এবং বাংলাদেশের মানুষ আপনাদের দায়িত্ব জ্ঞানহীন গণমাধ্যমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন