বৃহস্পতিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

কমিটি গঠন দ্বন্দ্বে নাঙ্গলকোটে বিভক্ত ছাত্রলীগ

কমিটি গঠন দ্বন্দ্বে নাঙ্গলকোটে বিভক্ত ছাত্রলীগ

বিতর্ক পিছু ছাড়ছে না কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ছাত্রলীগের কমিটি ঘিরে। এ বিতর্কের তীর এখন উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রুবেল ও সাধারণ সম্পাদক আব্দুল জলিলের দিকে। পৌরসভা ও নাঙ্গলকোট হাসান মোমোরিয়াল সরকারি কলেজে কমিটি ঘোষণাকে কেন্দ্র করে নতুন এ বির্তক ছড়িয়ে পড়েছে। স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের অভিযোগ, গঠনতন্ত্র বর্হিভূতভাবে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক দুটি ইউনিটের কমিটি ঘোষণা করেছে। অবিলম্বে ঘোষিত পকেট কমিটি বাতিলের দাবি জানান তারা।

ছাত্রলীগের নেতাকার্মীরা আরও জানায়, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্তির পর গত ৩১ জুলাই রাতে দুই ইউনিটের কমিটি ঘোষণা করা হয়। এরপরই কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তোলপাড় শুরু হয়।

অপরদিকে নাঙ্গলকোট সরকারি কলেজ ছাত্রলীগের নতুন কমিটি নিয়ে দুই গ্রুপে বিভক্ত এখন উপজেলা ছাত্রলীগ। গত কয়েক মাস ধরে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ কমিটি বিলুপ্ত হওয়ায় উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও কলেজ, মাদরাসার কমিটি ভেঙ্গে নতুন কমিটি ঘোষণার ক্ষেত্রে কেন্দ্রীয় কমিটির অনুমতি নিতে হয়। তবে, কেন্দ্রীয় কমিটির অনুমতি ছাড়াই উপজেলার সভাপতি-সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ঘোষণা করা হয়। হাসান মেমোরিয়াল সরকারি কলেজ ও নাঙ্গলকোট পৌরসভা ছাত্রলীগের আংশিক কমিটি। এরপরই ক্ষুব্ধ হয়ে পড়েন পদ বঞ্চিতরা। কমিটি ঘোষণার প্রতিবাদে বঞ্চিতরা উপজেলা চত্বরে বিক্ষোভ মিছিলও করে।

নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুল হক বলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাত্রলীগের গঠনতন্ত্র বহির্ভূত কাজ করেছেন। কারণ হাসান মেমোরিয়াল কলেজ কমিটি জেলা কমিটির আওতাধীন। 

আরও পড়ুনঃ  করোনাভাইরাসে আক্রান্ত হলেন মাশরাফি

এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এর কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, জেলা কমিটি হলে হবে।

বাংলাদেশ ছাত্রলীগের বিভাগীয় প্রধান (কুমিল্লা) আসাদুজ্জামান সোহেল বলেন, সরকারি কলেজ ও পৌর শাখার ছাত্রলীগের কমিটি দেয়ার এখতিয়ার রাখে জেলা ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগ এবং উপজেলা চেয়ারম্যানও কোনোভাবেই এ কমিটি অনুমোদন দিতে পারে না। আমরা বিতর্কিত কমিটি নিয়ে অভিযোগ পেয়েছি। তবে আগস্ট মাস হওয়ায় কোনো পদক্ষেপ নিচ্ছি না। রিসেন্টলি এ বিষয়ে আমরা কেন্দ্রীয় ছাত্রলীগ সিদ্ধান্ত নেবো।

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন