বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উত্তাল সমুদ্র। কুয়াকাটা সমুদ্র সৈকতে থাকা পর্যটকদেরকে বার বার মাইকিং করে নিরাপদে থাকার নির্দেশ দিচ্ছেন ট্যুরিষ্ট পুলিশ। তবে সবকিছু উপেক্ষা করে হাজারো পর্যটক মেতেছেন বিক্ষুব্ধ ঢেউয়ের সঙ্গে। গতকাল রবিবার সকাল থেকেই বৃষ্টিতে ভিজে সৈকতে দাড়িয়ে সমুদ্রের হেয়ালীপনা উপভোগ করছেন অগনিত পর্যটক। আবার অনেক পর্যটক বৃষ্টিতে বের না হতে পেরে হোটেলেই অবস্থান করছেন।
ঢাকা থেকে আগত পর্যটক রুবানা আহমেদ জানান, পরিবারের সদস্যদের নিয়ে সমুদ্রে গোসল করছি। একদিকে বৃষ্টি অন্যদিকে ঢেউ বেশ আনন্দ লাগছে। তবে পুলিশ বার বার মাইকিং করে সৈকত থেকে সরে গিয়ে নিরাপদে থাকতে বলছেন।
কুয়াকাটা পর্যটন ব্যবসায়ী সূত্র জানায়, পদ্মা সেতু উদ্বোধনের পরে পর্যটকদের আনাগোনা বেড়েছে সৈকতে। তাই বৈরি আবহাওয়াও কমতি নেই বিভিন্ন বয়সের ভ্রমণ পিপাসু পর্যটকের। ট্যুরিষ্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ জানান, ইতোমধ্যে সমুদ্রে লঘুচাপ সৃষ্টি হওয়ায় সমুদ্র উত্তাল, তাই পর্যটকদের নিরাপদে থাকার নির্দেশ দিচ্ছি। উত্তাল ডেউ পেয়ে অনেক পর্যটক গোসলে মেতেছেন। সেজন্য আমরা মাইকিং করছি বারবার। ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে আমাদের টিম টহলে রয়েছে।
জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে। এতে বৃষ্টিধারা অব্যাহত থাকতে পারে। সঙ্গে বাতাসের চাপ আরও বাড়তে পারে। উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়ার এ অবস্থা আগামী তিনদিন পর্যন্ত অপরিবর্তিত থাকতে পারে।