পদ্ম বিলে পরিণত হয়েছে শেরপুরের বৈশা বিল। গোলাপি রঙের পদ্ম ফুলে ছেয়ে যাওয়া এ বিলের অপরূপ সৌন্দর্য দেখতে প্রতিদিনই দুর-দুরন্ত থেকে ছুটে আসছেন অসংখ্য মানুষ। এ বিল ঘিরে এলাকায় তৈরি হয়েছে এক আনন্দের পরিবেশ। জেল শহর থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে শ্রীবরদী উপজেলার আবুয়ারপাড়া গ্রামে এ বৈশা বিলের অবস্থান। একসময় বর্ষা মৌসুমে বিলটি পানিতে ভরা থাকতো। মাছও পাওয়া যেত প্রচুর। তবে ধীরে ধীরে বিলের পানি কমেছে। গত দুই বছর ধরে অল্প অল্প করে এই বিলে পদ্ম ফুল ফুটছে। তবে, এবারই প্রথম পুরো বিল জুড়ে ফুটেছে গোলাপি রঙের অসংখ্য পদ্ম ফুল। বিল জুড়ে তৈরি হয়েছে পদ্মের বাহার।
স্থানীয়দের তথ্যানুসারে, পদ্ম ফুল সারা বছর থাকে না। শুধু বর্ষাকালেই দেখা যায় এ ফুল। কিন্তু বর্তমানে বিল ও জলাশয় ভরাট হয়ে যাওয়ায় খুব একটা দেখা মেলে না পদ্ম ফুলের। এক সময় শেরপুরের বিভিন্ন নদী-নালা, খাল-বিলে পদ্ম ফুল দেখা যেত। তবে, কালের বিবর্তনে সব বিল ও জলাশয় ভরাটের ফলে পদ্ম ফুল এখন খুব একটা দেখা যায় না। অনেকেই বলছে এটি এখন বিলুপ্তির পথে। বৈশা বিলে বেড়াতে আসা শেরপুর জেলা শহরের নতুন বাজার এলাকার মীর সোহেল বলেন, বিল জুড়ে পদ্ম ফুলের সৌন্দর্যে তিনি মুগ্ধ। এখানাকার সৌন্দর্য দেখে মনটা ভরে গেছে। এদিকে বিলের পানিতে ছোট শিশুদের পদ্ম ও শাপলা তুলতে দেখা যায়। এমন ফুলের সমারোহ তাদের আনন্দও বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। কৃষি বিভাগের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সুলতান আহম্মেদ বলেন, পদ্ম ফুল
হচ্ছে একধরনের জলজ উদ্ভিদ। এ ফুলের ঔষধি গুণাগুণ আছে। কিন্তু কালের বিবর্তনে অধিকাংশ বিল ও জলাশয় ভরাটের কারণে পদ্ম ফুল এখন আর খুব একটা দেখা যায় না। তাই পানির উৎস ঠিক রেখে বিলগুলো সংরক্ষণ করা জরুরি, যাতে পদ্ম আর শাপলার মতো জলজ উদ্ভিদগুলো প্রকৃতিতে টিকে থাকতে পারে।