ঢাকা | বুধবার
১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৬

নরসিংদীতে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৬

নরসিংদীর মাধবদীতে অভিযান চালিয়ে চাঁদা আদায়ের সময় হাতে নাতে ৬জন চাঁদাবাজকে গ্রেপ্তার করে র‌্যাব-১১। গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলার মাধবদী থানার পাঁচদোনা মোড় ঝংকার সিনেমা হলের সামনে র‌্যাব-১১ এর সিপিএসসি এর একটি চৌকস অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

গেপ্তারকৃত আসামীরা হলো, নরসিংদী সদর উপজেলার আশমান্দিরচর এলাকার মৃত. ছাত্তার মিয়ার ছেলে মো. বরকত (৩০), সাহেব আলীর ছেলে জুয়েল (২২), মৃত. শরাফত আলীর ছেলে আমির হোসেন (২২), ভাটপাড়া এলাকার ফজলুল হকের ছেলে মো. পারভেজ (২৩), মৃত. ইদ্রিস মিয়ার ছেলে কামাল মিয়া (৩৫), মাধবদীর নলুয়া এলাকার ফজলুল হকের ছেলে আর্জু মিয়া (৩২)। এসময় তাদের কাছে চাঁদা আদায়ের নগদ ৬ হাজার দুইশত টাকা, ৬টি মোবাইল ও ১০টি সীমকার্ড উদ্ধার করা হয়।

র‌্যাব-১১, সিপিএসসি, নরসিংদী ক্যাম্প কমান্ডার (অতিঃ পুলিশ সুপার) খন্দকার মো. শামীম হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ নরসিংদী জেলার মাধবদী থানা এলাকা হতে বিভিন্ন ধরনের গাড়ী চালকদের’কে আঘাত এবং ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে বলপূর্বক চাঁদা আদায় করে আসছে। গোয়েন্দা নজরদারীর মাধ্যমে আসামীদের অবস্থান নিশ্চিত হয়ে চাঁদা আদায়ের সময় তাদেরকে হাতে নাতে আলামতসহ গ্রেফতার করি। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাধবদী থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন