ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

কমেছে বাইকের ব্যবহার

কমেছে বাইকের ব্যবহার

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে সকাল থেকে গাইবান্ধায় মোটরসাইকেল রাস্তায় কমে গেছে। তার ফলে ফিলিং স্টেশনে তেল বিক্রিও কমে গেছে। অন্যদিকে শুক্রবার রাতে তেলের নতুন দাম কার্যকর হওয়ার সাথে সাথে সবগুলো ফিলিং স্টেশনে তের বিক্রি বন্ধ হয়ে যায়।

ক্রেতাদের অভিযোগে, তেল মজুদ রেখে গতকাল সকাল থেকে অতিরিক্ত দামে তেল বিক্রি করছে তারা। হঠাৎ জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে গতকাল শনিবার গাইবান্ধা শহরের ডিবি রোডে গানাসাস মার্কেটের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা নাগরিক মঞ্চ এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এতে বক্তব্য দেন গাইবান্ধা নাগরিক মঞ্চের আহবায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, গাইবান্ধা বার অ্যাসোসিয়েশনের সদস্য মোহাম্মদ আলী প্রামানিক, গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আহবায়ক জাহাঙ্গীর কবির, সদস্য সচিব মোর্শেদ হাসান দীপন, অ্যাড. ফারুক কবির, শিক্ষক আব্দুল আহাদ বকুল সহ আরো অন্যরা।

অ্যাড. সিরাজুল ইসলাম বাবু বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে নাগরিক জীবনে চরম দুর্ভোগে নেমে আসবে। তারা অবিলম্বে জ্বালানি তেলের দাম কমানোর দাবি জানান তারা।

সংবাদটি শেয়ার করুন