ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে গণপরিবহন চলাচলের ঘোষণা, বাড়তে পারে ভাড়া

চট্টগ্রামে গণপরিবহন চলাচলের ঘোষণা

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) অনুরোধে নগরীতে বাস চলাচলের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ।

শনিবার (৬ অগাস্ট) দুপুরে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন সংগঠনটির সভাপতি বেলায়েত হোসেন। তিনি আরো জানান, বিআরটিএ’র অনুরোধে আমরা দুপুর থেকে গাড়ি নামাচ্ছি। তবে অল্প সময়ে জ্বালানি তেলের সাথে ভাড়ার সমন্বয় করে জানানো হবে।

শুক্রবার রাতে ঘোষিত জ্বালানি তেলের নতুন মূল্যে প্রতি লিটারে ডিজেল ও কেরোসিনের দাম ৩৪ টাকা বাড়ানো হয়েছে। অর্থাৎ আগের মূল্য ৮০ টাকার বদলে এখন এ জ্বালানিগুলো কিনতে ক্রেতাকে গুণতে হবে ১১৪ টাকা।

অন্যদিকে অকটেন ও পেট্রোল লিটারপ্রতি ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে।
এর আগে ২০০৮ সালের ২৭ অক্টোবর ডিজেলের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি ছিল কেবল ৩৭.৫ শতাংশ। কিন্তু এবার ডিজেলের দাম বেড়েছে ৪২.৫ শতাংশ এবং অক্টেনের ৫১.৬ শতাংশ।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন