- কমপক্ষে ১০ শতাংশ শেয়ার ইস্যু
- আলাদা বোর্ড গঠন পরিকল্পনা
- ডিএসইর পিই রেশিও নিরাপদ
অযোগ্যদের নয়, যোগ্য স্টার্টআপ কোম্পানিগুলোকে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। একই সঙ্গে বলেন, যোগ্য স্টার্টআপ কোম্পানি পুঁজিবাজারে আসতে চাইলে অবশ্যই কমপক্ষে ১০ শতাংশ শেয়ার ইস্যু করতে হবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর নিকুঞ্জের ডিএসই ভবনে ‘ক্যাপিটাল মার্কেট অফ বাংলাদেশ প্রস্পেক্ট অ্যান্ড অপারচুনিটিস ফর টেক স্ট্যার্টআপ অ্যান্ড গ্রোথ স্টেজ কোম্পানিজ’ শীর্ষক সম্মেলনে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সভাপতিত্ব করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান।
শিবলী রুবাইয়াত বলেন, স্টার্টআপ কোম্পানির মুনাফা করতে সময় লাগে। তবে লোকসানে থাকলে সুযোগ দিয়েও পুঁজিবাজারে আসতে সুযোগ পাবে। তবে আইন পরিবর্তন করে সব লোকসানি স্টার্টআপ কোম্পানিকে পুঁজিবাজারে আনতে পারবো না।
স্টার্টআপের নতুন বোর্ড গঠন প্রসঙ্গে শিবলী রুবাইয়াত বলেন, স্টার্টআপ কোম্পানির জন্য পুঁজিবাজারে আলাদা বোর্ড গঠনের পরিকল্পনার কথা চলছে। স্টার্টআপ কোম্পানিগুলো মূল বা এসএমই মার্কেটে এসে খাপ খাওয়াতে পারবে না। তবে উন্নতি করার পরে এসএমইতে দেওয়া হবে। উন্নতির পরে এসএমই থেকে মূল মার্কেটে নেওয়া হবে।
আমাানতে বিপরীতে লোন প্রসঙ্গে শিবলী রুবাইয়াত বলেন, ব্যাংক গ্রাহকদের কাছ থেকে আমানত নিয়ে ঋণ দেয়। অন্যদের কাছ থেকে টাকা নিয়ে ঋণ দিতে ব্যাংকগুলোকে অনেক সাবধান হতে হয়। এছাড়া জামানত নিতে হয়। কিন্তু স্টার্টআপ কোম্পানিগুলো নতুন জেনারেশন গঠন করে। যাদের স্টার্টআপ কোম্পানি চালানোর জ্ঞান থাকলেও সেভাবে সম্পদ থাকে না। এ জাতীয় কোম্পানিকে কমিশন সহযোগিতা করবে।
আরও বলেন, স্টার্টআপ কোম্পানিকে সহযোগিতা করলে যদি দেশ লাভবান হয়, তাহলে কেনো সহযোগিতা করব না। তবে এ জাতীয় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আসতে চাইলে অবশ্যই কমপক্ষে ১০ শতাংশ শেয়ার ইস্যু করতে হবে। অন্যথায় আমরা অর্থ উত্তোলনের সুযোগ দেব না।
স্টার্টআপের জন্য দুয়ার খোলা জানিয়ে বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, আমাদের দুয়ার সবসময় স্টার্টআপ কোম্পানির জন্য খোলা। আপনারা কমিশনে আসেন। আপনাদের কথা গুরুত্বসহকারে শুনতে চাই। সমস্যা থাকলে তার সমাধান হবে। আমাদের দেশে ফান্ডের সমস্যা নেই, আছে আগ্রহের অভাব। বর্তমানে আমাদের ডিএসইর পিই রেশিও ১৫। এটা বিনিয়োগের জন্য খুবই নিরাপদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান এনএম জিয়াউল আলম, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক তারেক আমিন ভূঁইয়া, ডিএসইর পরিচালক শাকিল রিজভী প্রমুখ।