দেশে শিশুদের জন্য করোনাভাইরাসের ১৫ লাখের বেশি ডোজ টিকা এসেছে। যেসব প্রতিষেধক ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের ওপর আগষ্টে প্রয়োগ করা হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির প্রধান ডা. মো. শামসুল হক বলেন, শনিবার সকালে ১৫ লাখ ২ হাজার ৪০০ ডোজ টিকা এসেছে। এটা শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ফাইজার পেডিয়াট্রিক ডোজ, অ্যাডাল্ট ডোজ নয়।
তিনি আরও বলেন, আমরা খুব শিগগিরই পরিকল্পনা করে এসব টিকা স্কুলের শিশুদের দিব। স্কুলে দেওয়ার পর আমরা কমিউনিটিতে যেসব শিশু আছে- স্কুলে আসে না; তাদের জন্য ক্যাম্পেইন করে টিকা দেব।
আনন্দবাজার/টি এস পি