ঢাকা | শুক্রবার
২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় ১১ জন মাইক্রোবাস আরোহী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণা এলাকায় ট্রেনের ধাক্কার পর্যটকবাহী একটি মাইক্রো দুমড়ে মুচড়ে গেছে। এই ঘটনায় মাইক্রোর ভেতর থাকা সকল পর্যটকই নিহত হয়েছেন।
শুক্রবার(২৯ জুলাই) জুম্মার নামাজের সময় মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণা এলাকার রেল লাইনের উপর এই দূর্ঘটনা ঘটে।

খৈয়াছড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার নুরুল আবছার বলেন, ‘পর্যটকসহ একটি মাইক্রো খৈয়াছড়া ঝর্ণার দিকে যাচ্ছিল। এ সময় ঢাকার দিক থেকে আসা একটি ট্রেন মাইকোটিকে ধাক্কা দিয়ে প্রায় এক কিলোমিটার দক্ষিনে নিয়ে ফেলে। মাইক্রোর ভেতরে কতজন ছিল এখনো নিশ্চিত নই আমরা। কেউ বলছে ১১ জন, কেউ ১৬-১৭ জন বলছে।’

তবে গাড়ির ভেতর থাকা সকলেই মারা গেছেন। সঠিক সংখ্যা এখনো বলতে পারছিনা। কিভাবে এই দূর্ঘটনা হয়েছে সেটিও পরিস্কার এখনো বলতে পারছি না-যোগ করেন স্থানীয় এলাকার ওই ইউপি সদস্য।

দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘আমি ঘটনাস্থলে যাচ্ছি। কতজন মারা গেছে এটি এখনো নিশ্চিত নই আমরা। ঘটনাস্থলে গিয়ে বলতে পারবো।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন