শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বিএসটিআইয়ের ১৫ পণ্যের উপর নিষেধাজ্ঞা

সম্প্রতি ১৩ কোম্পানির পণ্য বিক্রি, বিতরণ ও সংরক্ষণ নিষিদ্ধ করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। এর পাশাপাশি ১৩ কোম্পানির ১৫ পণ্যের লাইসেন্স বাতিলসহ এসব পণ্যের বিজ্ঞাপন প্রচার বন্ধের নির্দেশও দেয়া হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।

গত সোমবার (২৩ ডিসেম্বর) বিএসটিআইয়ের পরিচালক (সিএম) প্রকৌশলী সাজ্জাদুল বারী লাইসেন্স বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত ও সার্ভিল্যান্স টিম খোলাবাজার থেকে বিভিন্ন পণ্যের নমুনা ক্রয় করে ল্যাবে পরীক্ষা করে। পরিক্ষায় তা একেবারে নিম্নমানের পায়। এসবের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানগুলোর সার্টিফিকেশন মার্কস লাইসেন্স বাতিল করা হয়েছে।

সাজ্জাদুল বারী জানান, নতুনভাবে লাইসেন্স না নিয়ে সংশ্লিষ্ট উৎপাদনকারী, সরবরাহকারী, পাইকারি ও খুচরা বিক্রেতাদের উক্ত পণ্যগুলো বিক্রি-বিতরণ, সংরক্ষণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার হতে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। একই সঙ্গে ভোক্তাদের উক্ত পণ্যগুলো বেচাকেনা থেকে বিরত থাকার জন্যও অনুরোধ করছি।

লাইসেন্স বাতিল করা ১৩ কোম্পানির মধ্যে রয়েছে, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ঘি ফার্ম ফ্রেশ, শক্তি এডিবল প্রাইভেট লিমিটেডের ফর্টিফাইড সয়াবিন অয়েল শক্তি, কিচেনা এ কে খান ফুড অ্যান্ড বেভারেজের ফর্টিফাইড সয়াবিন অয়েল সেফ, বিসমিল্লাহ সল্ট ফ্যাক্টরির আয়োডিনযুক্ত লবন উট, জনতা সল্ট মিলের আয়োডিনযুক্ত লবণ নজরুল, জে কে ফুড প্রোডাক্টের লাচ্ছা সেমাই মদিনা, মডার্ন কসমেটিকস অ্যান্ড হারবাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্কিন ক্রিম মডার্ন, জি এম কেমিক্যাল ওয়ার্কসের স্কিন ক্রিমের জিএম, নিউ চট্টলা (প্রা.) লিমিটেডের ঘি এরাবিয়ান স্পেশাল, রেভেন ফুড কোম্পানি লিমিটেডের লাচ্ছা সেমাই রেভেন, খাজানা মিঠাই লিমিটেডের লাচ্ছা সেমাই, ঘি ও চানাচুর খাজানা, প্রমি এগ্রো ফুড লিমিটেডের হলুদের গুড়া প্রমি, ইফাদ সল্ট অ্যান্ড কেমিক্যাল লিমিটেডের আয়োডিন যুক্ত লবণ ইফাদ।

আরও পড়ুনঃ  হিলিতে স্বাস্থ্যবিধি না মেনে ট্রেন থেকে পেঁয়াজ আনলোড-লোড করা হচ্ছে

 

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন