বৃহস্পতিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
জাতীয় মৎস্য সপ্তাহ শুরু-

নিরাপদ মাছের অঙ্গীকার

নিরাপদ মাছের অঙ্গীকার

সারা দেশে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২। চলবে ২৯ জুলাই পর্যন্ত। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘নিরাপদ মাছে ভরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। নিরাপদ মাছ উৎপাদন বৃদ্ধিতে দেশের জনগণকে আরো সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এবারের মৎস্য সপ্তাহ উদযাপন করা হচ্ছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মৎস্য কর্মকর্তা। বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা রোজিনা খাতুন। উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের জানান, এই উপজেলায় মৎস্য চাহিদা পূরণ করেও ৯৫০.৬ মেট্রিক টন মাছ বেশি থাকে। যেগুলো দেশের বিভিন্ন স্থানে রপ্তানি করা হয়। যা আমাদের জন্য অত্যান্ত খুশির বিষয়। এ উপজেলায় কার্ডধারী মৎস্যজিবীর সংখ্যা ১ হাজার ১৮৫ জন রয়েছেন। যাদেরকে নিয়মিত মৎস্যচাষে প্রশিক্ষণসহ নানাবিধ সুযোগ সুবিধা প্রদান করা হয়ে থাকে। যদি কোনো ব্যক্তি মৎস্য চাষ সম্পর্কে কোনো পরামর্শ নিতে চান সেক্ষেত্রে উপজেলা মৎস্য অফিসে এসে বা হটলাইন ১৬১২৬ এ নম্বরে ফোন করে জেনে নিতে পারেন। এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

গুরুদাসপুর(নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে মৎস্য দপ্তরের আয়োজিত সভায় মতবিনিময় করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোবাশ^ীর হোসেন। এসময় তিনি বলেন, ২৩ থেকে ২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহে ছোট মাছ, রেনু-পোনা ধরা বা মারা সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া সারা বছরই মৎস্য আইনে রেনু-পোনা নিধন ও অবৈধ চাঁই দোয়ার, মশাড়ি জাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ ও অভিযান অব্যহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন গুরুদাসপুর মডেল প্রেস ক্লাবের সভাপতি মাজেম আলী মলিন, গুরুদাসপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনিসুর রহমান প্রমুখ। পরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোবাশ^ীর হোসেন জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তিনি আরো বলেন, উপজেলার বিভিন্ন মাছ বাজারে ফরমালিন বিরোধী অভিযান চালানো হবে ও খাস জলাশয়গুলো আমরা চিহ্নিত করে আমাদের মৎস্য রপ্তানি বৃদ্ধি করে আমিষের ঘাটতি পূরণ করবো ইনশাআল্লাহ।

আরও পড়ুনঃ  শ্রমিক কল্যাণ তহবিলে ১৫ কোটি ৭৩ লাখ টাকা দিলো বিএটি

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে কর্মরত সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসাবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ফুলবাড়ী শাখার ব্যবস্থাপক জগলুল রশিদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে উপজেলা মৎস্য কর্মকর্তা রায়হান উদ্দিন সরদার, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারাণ সম্পাদক জাকারিয়া মিয়া, উপজেলা প্রেস ক্লাবের সম্পাদক জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচি ঘোষণা করা হয়।

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অ. দা.) মোসলেম উদ্দিন খান সংবাদ সম্মেলন মৎস্য সপ্তাহের কর্মসূচিসমূহ সাংবাদিকদের কাছে তুলে ধরেন। কর্মসূচীর মধ্যে রয়েছে স্থানীয় পর্যায়ে সফল মৎস্যচাষি/উদ্যোক্তাকে পুরস্কার প্রদান, মাছের পোনা অবমুক্তকরণ, বাজার মনিটরিং, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ এবং প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়। এসময় উপস্থিত ছিলেন, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ মজিবর রহমান, মির্জাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ফারুক খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জোমাদ্দার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ।

নালিতাবাড়ী (শেরপর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। এছাড়াও দিবসটি উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সংবাদ সম্লেলনে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ এমদাদুল হক। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক সামেদুল ইসলাম তালুকদার, প্রেস ক্লাবের সহ সভাপতি মাহফুজুর রহমান সোহাগ, সম্পাদক মনিরুল ইসলাম মনির প্রমুখ।

আরও পড়ুনঃ  পাইকগাছার গদাইপুরে দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে। দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় মতবিনিময় সভার শুরুতে মৎস্য সপ্তাহ বিষয়ক আলোচনা করেন মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে। এ সময় বাসাইল প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা ও চ্যানেল আইয়ের টাঙ্গাইল প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ, সভাপতি এম শহিদুল ইসলাম, সাবেক সভাপতি মো. আবুল কাশেম, বাসাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি রুবেল মিয়া, সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ উপজেলা মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও উপজেলার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন