বাংলদেশে সাম্প্রদায়িক সহিংসতা বিভিন্ন রূপে বেড়ে চলেছে। সম্প্রতি নড়াইলে ধর্মীয় সংখ্যালঘুদের সাথে এই ধরনের সহিংসতার ঘটনা ঘটে। দেশের বিভিন্ন অঞ্চলে চলমান সাম্প্রদায়িক সহিংসতার প্রেক্ষিতে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, ‘সাম্প্রদায়িক সহিংসতাঃ নাগরিক প্রতিক্রিয়া’ শীর্ষক সভার আহ্বান করেছে।
আগামীকাল রবিবার সকাল ১০টায় রাজধানী ঢাকার ব্র্যাক সেন্টার ইন (অডিটোরিয়াম), মহাখালীতে এটি অনুষ্ঠিত হবে।
বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ সভাটিতে সভাপতিত্ব করবেন। ড. দেবপ্রিয় ভট্টাচার্য, আহ্বায়ক, নাগরিক প্ল্যাটফর্ম প্রারম্ভিক বক্তব্য প্রদান করবেন। এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জাস্টিস এম এ মতিন, মিজ শাহীন আনাম, ড. ইফতেখারুজ্জামান, জাকির হোসেন, জনাব ামুনুর রশিদ, কাজল দেবনাথ, ডা. মালেকা বানু, মিজ খুশি কবির, ডা. সারওয়ার আলী, অ্যাডভোকেট সাইদা রিজওয়ানা হাসান, সঞ্জীব দ্রং, অমিয় পাপন চক্রবর্তী, নাসির উদ্দিন ইউসুফ, উষাতন তালুকদার, প্রফেসর কাবেরী গায়েন, মনীন্দ্রনাথ, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, রানী ইয়েন ইয়েন, আলি ইমাম মজুমদার এবং মিজ ফারাহ কবির।
আনন্দবাজার/টি এস পি