ঢাকা | শুক্রবার
২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

উদ্দীপ্ত তরুণের আন্তঃস্কুল মেধা মূল্যায়ন

উদ্দীপ্ত তরুণের আন্তঃস্কুল মেধা মূল্যায়ন

কুমিল্লার বাংগরায় অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের প্রতিযোগিতা মূলক আন্তঃস্কুল মেধা মূল্যায়ন পরীক্ষা। জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানা এলাকার চারটি মাধ্যমিক বিদ্যালয়ের ৮শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এ প্রতিযোগিতার আয়োজন করে সামাজিক সংগঠন উদ্দীপ্ত তরুণ।

ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী এবং নবম-দশম শ্রেণীর শিক্ষার্থীদের যথাক্রম গোমতি ও মেঘনা এই দুটি বিভাগে বিভক্ত করে এ মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। মেঘনা গ্রুপে প্রথম পুরস্কার লাভ করে কুরবানপুর জি. এম উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির সূর্য দেবনাথ রাম এবং গোমতী গ্রুপে প্রথম পুরস্কার লাভ করে বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির মীর মোহাম্মদ তানভীর আলম।

প্রতিযোগিতায় উঠে আসা ৪০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয় সনদপত্র এবং উপহার স্বরূপ তাদের হাতে তুলে দেয়া হয় বই।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বাংলা ভাষার অবিসংবাদিত নেতা ধীরেন্দ্রনাথ দত্ত’র স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ‘বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয় মিলনায়তনে সোমবার আনুষ্ঠানিক ভাবে এসব উপহার ও সনদপত্র তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথি ছিলেন মুরাদনগর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ। আমন্ত্রিত বিশেষ অতিথি ছিলেন বাঙ্গরাবাজার থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মোঃ জুমান আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূর্ব ধইর (পশ্চিম) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, “উদ্দীপ্ত তরুণ” সংগঠনের প্রধান উপদেষ্টা মো. আবদুল রহিম পারভেজ,  জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার সভাপতি, ‘উদ্দীপ্ত তরুণ’ সংগঠনের উপদেষ্টা জাহাঙ্গীর আলম ইমরুল, বাংগরা উমালোচন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আবু ইসহাক রাজু, প্রধান শিক্ষক ও ‘উদ্দীপ্ত তরুণ’ সংগঠনের উপদেষ্টা মো. মাহবুবুর রহমান, কুরবানপুর জি.এম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন