ঢাকা | শুক্রবার
২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পথশিশুকে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

পথশিশুকে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

সাভারে চুরির অপবাদ দিয়ে মনির হোসেন নামের (১৩) এক পথ শিশুর হাত পা বেধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাভার বাসস্ট্যান্ড এলাকায় ওই শিশুর উপর নির্যাতন চালায় স্থানীয় ফুটপাত ব্যবসায়ীরা। গুরুত্বর আহত শিশুটি রেডিও কলোনি এলাকার ইসমাইলের ছেলে ও বাসস্ট্যান্ড এলাকায় অনান্য শিশুদের সাথে সে পথেই থাকতেন।

স্থানীয়রা জানায়, সকালে ফুটপাত ব্যবসায়ী নাসিম ইকবাল, তোফাজ্জল ও ইউনুস দোকান থেকে থেকে চুরির অপবাদ দিয়ে শিশুর হাত পা বেধে ফেলে। পরে তাকে বেধড়ক মারধর করা হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক দফায় ওই শিশুর উপর নির্যাতন চালায় হকার ব্যবসায়ীরা। পরে দুপুরে দিকে স্থানীয় এক ব্যক্তি ৯৯৯ ফোন দিয়ে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-উর-রশিদ বলেন, শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত তিন ব্যবসায়ীকে আটক করে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন