সুন্দরবন থেকে পথ ভুলে লোকালয়ে আসা চিত্রল হরিণটি কে বাঁচানো যায়নি। শরণখোলা রেঞ্জ অফিসে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে হরিণটি মারা যায়। গত রবিবার বিকেলে উপজেলার সোনাতলা গ্রামের ঢালির ঘোপ এলাকার এমাদুল ঘরামির বাড়ি থেকে সিপিজি, ওয়াইল্ড লাইফ ও বাঘবন্ধু কমিটির সদস্যরাও হরিণটি উদ্ধার করে ।
কমিউনিটি পেট্রোলিং গ্রুপের (সিপিজি) টিম লিডার মো: খলিলুর রহমান জানান, তারা গ্রামবাসীর কাছে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় তিনফুট লম্বা মালি হরিণটি উদ্ধার করেন । হরিণটি সুন্দরবনের বাঘের তাড়া খেয়ে অথবা পথ ভুলে লোকালয়ে এসেছিলো বলে ধারনা করছেন তারা।
পূর্ব সুন্দরবনের শরণখোলা ষ্টেশন কর্মকর্তা মো: আসাদুজ্জামান জানান, বন সংলগ্ন সোনাতলা গ্রামের ঢালীর ঘোপ এলাকা থেকে জনগনের সহায়তায় উদ্ধার হওয়া চিত্রল হরিণটি কিছুটা অসুস্থ হয়ে পড়েছিল। উপজেলা ভেটেরিনারী চিকিৎসকের মাধ্যমে রাতভর চিকিৎসা দেয়া হলেও হরিণটিকে বাঁচানো যায়নি । উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনানুযায়ী হরিণটিকে রেঞ্জ অফিস সংলগ্ন স্থানে মাটি চাপা দেওয়া হয়েছে।
উপজেলা প্রাণী সম্পদ বিভাগের চিকিৎিসক মো: সিরাজুল ইসলাম জানান, উদ্ধার করার সময় হরিণটি আতংকিত হয়ে পড়ে। দীর্ঘ সময় ছুটাছুটি করতে গিয়ে যে কোন ভাবে আঘাতপ্রাপ্ত হয়। হরিণটির বাম চোখে আঘাতের চিহ্ন ছিল বলে জানান তিনি।