রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

একদিনে মৃত্যু ৭, নতুন শনাক্ত ১০৭২

গত ২৪ ঘণ্টায় মহামারী করোনাভাইরাসে দেশে সাত জনের মৃত্যু হয়েছে। যা আগের দিন ছিল চারজন। এছাড়া এ সময়ে নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ১০৭২ জন। যা আগের দিন ছিল ৯০০ জন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে ২৪ ঘণ্টার করোনা সংক্রমণ-মৃত্যুর এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন বুথ থেকে ১০ হাজার ৯০২টি নমুনা সংগ্রহ করা হয়। নতুন ও পুরনো মিলে নমুনা পরীক্ষা করা হয় ১০ হাজার ৯৭৪টি। এর মধ্যে ১০৭২ জনের নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।

গত একদিনের তথ্য মিলিয়ে দেশে করোনাভাইরাসের মোট সংক্রমণ শনাক্ত হলো ১৯ লাখ ৯৭ হাজার ৪১২ জনের শরীরে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৯৭ জন।

এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হলো ২৯ হাজার ২৪১ জনের।

আনন্দবাজার/টি এস পি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যার চেষ্টা

সংবাদটি শেয়ার করুন