চার দিনের সফরে ঢাকা এসেছেন ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ পান্ডে। এসময় তার সঙ্গে স্ত্রী অর্চনা পান্ডেসহ তিন সদস্যের একটি প্রতিনিধি দল রয়েছে।
সুত্রে জানা গেছে, ভারতের সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফী উদ্দীন আহমেদের আমন্ত্রনে তার এই সফর। সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন।
সফরকালে আরো দেখা করবেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা, বাংলাদেশ সেনাবাহিনী, নৌ বাহিনী, বিমান বাহিনীর সার্ভিস চীফ, বাংলাদেশ সশস্ত্র বাহিনী প্রধান পিএসও, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া বিভিন্ন সামরিক স্টেশন পরিদর্শন করবেন। এর আগে তিনি ঢাকা সেনানিবাসের শিখা অনির্বানে পুস্প স্তবকের মাধ্যমে একাত্তরে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।
উল্লেখ্য, ইন্ডিয়ান আর্মি চীফ অফ আর্মি স্টাফের দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম সফর।
আনন্দবাজার/শহক