ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

১৪৭১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মহারাষ্ট্র

অবৈধভাবে বসবাসের অভিযোগে অন্তত ১ হাজার ৪৭১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারতের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মহারাষ্ট্র। গত পাঁচ বছরে এই রাজ্য থেকে মাত্র দুই পাকিস্তানিকে অবৈধ হিসেবে শনাক্তের পর নিজ দেশে ফেরত পাঠিয়েছে রাজ্য প্রশাসন।

রাজ্যের বিধানসভায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাধারণ সম্পাদক অতুল ভাটখালকার গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের নাগরিকরা মুম্বাই এবং অন্যান্য শহরে অবৈধভাবে বসবাস করছেন বলে বিধানসভায় দাবি করেছেন অতুল ভাটখালকার। তিনি বলেন, এসব মানুষকে বহিষ্কার করার জন্য জাতীয় নাগরিক পঞ্জিকার (এনআরসি) বাস্তবায়ন জরুরি।

বিজেপির মহারাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক অতুল ভাটখালকার বলেন, চলতি সপ্তাহে নালাসোপারায় ১২ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। পরে বিধানসভার স্পিকার নানা পটল বিধানসভার শীতকালীন অধিবেশন শেষ হওয়ার আগে রাজ্যের স্বরাষ্ট্র দফতরে লিখিত নথি জমা দেয়ার নির্দেশ দেন।

বিধানসভায় রাজ্যের স্বরাষ্ট্র দফতরের দাখিলকৃত প্রতিবেদনে বলা হয়েছে, বৈধ পাসপোর্ট দেখাতে না পারায় গত সপ্তাহে রাজ্যের পালঘর জেলার বৈসর থেকে ১২ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন