ঢাকা | শুক্রবার
৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পুড়ছে ফসল-ঘামছে মানুষ

পুড়ছে ফসল-ঘামছে মানুষ

তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন

রামগঞ্জ উপজেলাসহ  সারা দেশে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ফলে প্রচণ্ড গরমে হাঁপিয়ে উঠছে মানুষ। প্রাণীকূলও অতিষ্ঠ হয়ে উঠছে। বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে কম বের হচ্ছে। এছাড়া বাতাস পর্যাপ্ত জলীয়বাষ্প নেই। ফলে মেঘের সৃষ্টি হচ্ছে না। বাতাসে যে পরিমাণ হলে বৃষ্টি হয় সে পরিমাণ জলীয়বাষ্প নেই। এতে বৈশাখে যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা সে পরিমাণ হচ্ছে না। আষাঢ় মাসের শেষ সময় পার হয়ে শুরু হলো শ্রাবন বর্ষকালের এই মাঝ পথে যখন বর্ষার পানিতে থৈথৈ থাকার কথা মাঠ-ঘাট। তবে চলতি বছর বর্ষার মাঝ পথে এসেও দেখা মিলছেনা বৃষ্টির। রৌদ্রের খরাতাপে মাঠ ফেটে চৌচির হয়ে পড়েছে। মাঠের কোথাও পানি নেই। এদিকে রৌদ্রের খরাতাপে শুরু হয়েছে তীব্র তাপদাহ, তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। হুমকির মুখে পড়েছে জীববৈচিত্রসহ ফসলের চাষাবাদ।

রামগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বর্ষকালে বৃষ্টিপাত না হওয়ায় খাল বিল ও নদী নালাতেও পানি নেই, রৌদ্রের খরাতাপ আর খাঁ খাঁ মাঠ দেখে বুজার উপায় নেই এখন আষাঢ় মাস। বর্ষাকাল। জমির মাটি ফেটে চৌচির হয়ে গেছে।

গেল কয়েকদিন থেকে টানা তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। মাঠের কৃষাণ, খেটে খাওয়া মানুষ বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। শহরের রিকশাচালক, পথচারি, মার্কেটগুলোর ব্যবসায়ীরা এই সময় চরম পরিস্থিতি মোকাবিলা করছেন। এবারের মতো তীব্র গরম এর আগে কখনো অনুভূত হয়নি। এদিকে গরম থেকে রক্ষা পেতে কেউ বসছেন গাছ তলায়। হাট-বাজারে মানুষের উপস্থিতি কমে গেছে। হঠাৎ গরম আবহাওয়ায় বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়েছে। ঘরে-বাইরে কোথাও স্বস্তি মিলছে না। বিশেষ করে শিশু আর বয়স্করা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। এদিকে তীব্র গরমে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বৃদ্ধি হচ্ছে। শিশু এবং বয়স্ক মানুষের প্রতি সতর্কতা অবলম্বন করার জন্য চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন। বিশেষ করে এই সময় কলেরা, ডায়রিয়া, হিট স্ট্রোক হতে পারে। স্থানীয় হাসপাতালগুলোতে রোগীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। গরম বাড়লে ডায়রিয়া-টাইফয়েডের মতো রোগের প্রকোপ স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। তবে এবার এর সঙ্গে যুক্ত হয়েছে ভিন্ন এক ধরনের জ্বর। এই জ্বরে আক্রান্ত কারও সংস্পর্শে গেলে অন্যরাও আক্রান্ত হচ্ছে। ‘মানুষের শরীরে উপকারী, অপকারী এবং সুবিধাবাদী তিন ধরনের জীবাণু থাকে। যখন প্রকৃতির মধ্যে ভারসাম্য থাকে না, তখন এই সুবিধাবাদী জীবাণুগুলোর চরিত্র বদলে যায়, ক্ষতিকর রূপ ধারণ করে। ফলে নানা সংক্রামক রোগ বাড়ে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের কয়েকটি বিভাগ ও জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে, যা আরও কিছুদিন অব্যাহত থাকবে। মাঝে মাঝে কয়েক মিনিটের জন্য হালকা বৃষ্টি হলেও এতে গরম কমবে না বরং আরও বাড়বে।

সংবাদটি শেয়ার করুন