পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে খাগড়াছড়ি সদরের দুর্গম বিভিন্ন এলাকার দরিদ্র ৯৫৩ পরিবারের মাঝে ভিজিএফের চাউল বিতরণ করা হয়। আজ শুক্রবার ( ৮ জুলাই ) সকালে ১১টায় খাগড়াছড়ি সদর গোলাবাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ৯ ওয়ার্ডের মানুষদের মধ্যে এই ভিজিএফের চাউল হাতে দেওয়া হয়।
এতে খাগড়াছড়ি যুব উন্নয়ন কর্মকর্তা বকুল বিকাশ চাকমা ও গোলাবাড়ী ইউপি চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা ভিজিএফ এর (খাদ্য শস্য) তুলে দেন।
এসময় ইউনিয়ন পরিষদ সদস্য মেঘনাথ ত্রিপুরা, মিলি ত্রিপুরা, কুবলেশ^র ত্রিপুরা, সুইচিংপ্রæ মারমা, রামকুমার ত্রিপুরা অঞ্জলী ত্রিপুরা, মলিন বিকাশ ত্রিপুরাসহ অন্যনরা অংশ নেন। এতে প্রতিজনকে ১০ কেজি করে চাউল তুলে দেন।
চাউল দিতে আসা চয়ন ত্রিপুরা কল্যাণ ত্রিপুরা জানান, ভিজিএফের চাউল পেয়ে স্বস্থি। ধর্ম যার যার উৎসব সবার এটি বাস্তবায়নে সরকারের কার্যক্রম এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী অসহায় মানুষের কথা মাথায় রেখে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকে যেন।
সদর গোলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা বলেন, সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে স্বচ্ছতার সাথে নয়টি ওয়ার্ডের ৯৫৩ পরিবারের মাঝে ভিজিএফের চাউল বন্টন করে দেওয়া হয়েছে। ঈদের আনন্দের পাশাপাশি সকল জাতিগোষ্ঠির মেলবন্ধনের মধ্য দিয়ে ভিজিএফের চাউল পেয়ে সকলের মূখে হাঁসি ফোটে।