ঢাকা | মঙ্গলবার
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

যৌক্তিক কারণে থাকলে মোটরসাইকেল ছেড়ে দেবে পুলিশ

যৌক্তিক কারণে থাকলে মোটরসাইকেল ছেড়ে দেবে পুলিশ

অন্য কোনো পরিবহনে আসন্ন ঈদে বাড়িতে যাওয়ার সুযোগ না থাকলে অথবা যৌক্তিক কারণ থাকলে ঈদযাত্রায় মোটরসাইকেল চালকদের বাধা দেবে না পুলিশ। তবে মোটরসাইকেল চালককে তার গন্তব্যে যাওয়ার জন্য একটি মুভমেন্ট পাস নিতে হবে পুলিশ এর কাছ থেকে। এ পাস দেখিয়ে ওই মোটরসাইকেল চালক মোটরসাইকেল করে ঈদযাত্রা করতে পারবেন।

এরি মধ্যে যৌক্তিক কারণ দেখালে মোটরসাইকেল চালকদের বাধা না দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার (৬ জুলাই) রাতে এমন নির্দেশের কথা নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার এক কর্মকর্তা।

তিনি বলেন, আমাদের কাছে ঈদযাত্রায় মোটরসাইকেল চলাচলের নিষেধাজ্ঞার পর আরও একটি নির্দেশনা আসে। দ্বিতীয় নির্দেশনায় বলা হয়, যেসব মানুষ মোটরসাইকেল করে ঈদযাত্রা করবেন তাদের ক্ষেত্রে কিছুটা নমনীয় পদক্ষেপ নিতে। মোটরসাইকেলে চালকরা যদি ঈদযাত্রার যৌক্তিক কারণ দেখাতে পারেন তাহলে তাদের ছেড়ে দিতে। আর যৌক্তিক কারণে পুলিশ সন্তুষ্ট হলে চালকদের একটা মুভমেন্ট পাস দেওয়া হবে। এই পাস দেখানোর পর সেই চালক তার নির্দিষ্ট গন্তব্যে ঈদযাত্রা করতে পারবেন।

যৌক্তিক কারণগুলো কী জানতে চাইলে তিনি বলেন, দেখা গেছে ঐ ব্যক্তির কাছে মোটরসাইকেল ছাড়া ঈদযাত্রার আর কোনো উপায় নেই। সে কোনোভাবে ট্রেন বা বাসের টিকিট পাননি, তার সঙ্গে পরিবারও থাকে না। তাকে গ্রামের বাড়ি গিয়ে বা তার যেখানে বাড়ি সেখানে ঈদ পালন করবেন পরিবারের সঙ্গে। সেক্ষেত্রে ছাড় দেওয়া হবে। তবে ঢালাওভাবে ছাড় দেওয়া হবে না। সংশ্লিষ্ট অফিসার নির্দিষ্ট প্রেক্ষাপটে চালকের কারণগুলো যৌক্তিক মনে করলে তিনি তাকে ছাড় দিতে পারবেন। তবে এ ক্ষেত্রে অবশ্যই মোটরসাইকেলের কাগজপত্র বৈধ হতে হবে ও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এছাড়া মানসম্মত হেলমেট পড়ে যাত্রা করতে হবে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন