শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মেঘনা ইকোনোমি জোনে আগুন

মেঘনা ইকোনোমি জোনে আগুন

সোনারগাঁ উপজেলার মেঘনা ইকোনমিক জোনে সোমবার সকালে সোনারগাঁ প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং নামে একটি কার্টন তৈরির কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে সোনারগাঁ ফায়ার সার্ভিস, মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিস, গজারিয়া ফায়ার সার্ভিস ও ডেমরা ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে অবস্থিত টিপরদী এলাকার মেঘনা ইকোনোমি জোনে মেঘনা গ্রুপের সোনারগাঁ প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কারখানার উত্তর-পশ্চিম পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। মুর্হুতের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তাদের নিজস্ব ও সরকারী প্রায় ১২টি ইউনিট একসাথে আগুন নেভানোর চেষ্টা কওে কিছু সময়ের জন্য আগুন কিছুটা নিয়ন্ত্রনে আনে। এর কিছুক্ষন পর আবারও কারখার ভেতর আগুন ছড়িয়ে পড়ে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, মেঘনা ইকোনমিক জোনে আগুনের খবর পেয়ে নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও ডেমরাসহ বিভিন্ন স্টেশন থেকে ১২টি ইউনিট ৬ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। কি কারণে আগুনের সুত্রপাত হয়েছে তা বলা যাচ্ছে না। তবে বিদ্যুতের সটসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে তিনি ধারনা করছেন। আগুনের কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে সে ব্যাপারে তাৎক্ষনিক বলা যাচ্ছে না। তিনি জানান আগুনে কোন শ্রমিক হতাহত হয়নি।

আরও পড়ুনঃ  সখীপুরের বাঁশে বড় বাণিজ্য

সংবাদটি শেয়ার করুন