শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ঘন কুয়াশায় বিমান ওঠানামা বন্ধ থাকার পর স্বাভাবিক আকাশপথ

রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হয়েছে। ঘন কুয়াশার কারণে বিমানবন্দরে প্রায় ৫ ঘণ্টা ওঠানামা বন্ধ ছিল। আজ (২১ ডিসেম্বর) শনিবার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরেও যথাসময়ে শুরু হয়েছে বিমান চলাচল।

সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে বিমান চলাচল সাময়িক বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার সারোয়ার-ই-আলম।

তিনি বলেন,‘ ঘন কুয়াশায় ভিজিবিলিটি কম থাকায় সকাল ৬টা থেকে শাহ আমানত ও শাহজালালে বিমান চলাচল সাময়িক বন্ধ ছিল। পরে সকাল সাড়ে ৯টা থেকে বিমান চলাচল শুরু হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এর আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ রুটের কোনো ফ্লাইট চট্টগ্রামে আসেনি। এছাড়া আন্তর্জাতিক রুটের দুটি ফ্লাইট চট্টগ্রামে ল্যান্ড করতে বিলম্ব হয়।’

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদ-উল-আহসান জানান, কুয়াশা কিছুটা কেটে যাওয়ায় বেলা ১১টা থেকে শাহজালালে বিমান ওঠানামা স্বাভাবিক হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, ‘আগামী দুই থেকে তিনদিন শৈত্য প্রবাহ ও নদী অববাহিকায় কুয়াশার এ অবস্থা অব্যাহত থাকতে পারে। যা উড়োজাহাজ চলাচলে বাধা হয়ে দাঁড়াতে পারে।’

 

আনন্দবাজার/ইউএসএস

আরও পড়ুনঃ  নবীনগরে পিঠা উৎসব

সংবাদটি শেয়ার করুন