ঢাকা | রবিবার
২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

কাঁঠাল খাওয়ায় উৎসব

কাঁঠাল খাওয়ায় উৎসব

কাঁঠালের বহু ব্যবহার, প্রাণ প্রকৃতি সুস্থ করে এ প্রতিপাদ্যকে সামানে রেখে চুয়াডাঙ্গায় ৪র্থ কাঁঠাল উৎসব পালন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণে এ কাঁঠাল উৎসব উদযাপন করা হয়। বাংলাদেশ উদীচী শিল্পীগাষ্ঠী চুয়াডাঙ্গা জেলা সংসদ কাঁঠাল উৎসবের আয়োজন করে।

উৎসবে মাত্র ২ মিনিটে চুয়াডাঙ্গা সরকারি কলেজের কর্মচারি বিলকিস বেগম ৫৯টি কাঁঠালের কোয়া খেয়ে প্রথম স্থান, ৪৯টি কাঁঠালের কোয়া খেয়ে নয়ন রায় দ্বিতীয় স্থান এবং ৪৬টি কাঁঠালের কোয়া খেয়ে আফিফ তৃতীয় স্থান লাভ করেন।

এসময় বাংলাদেশ উদীচী শিল্পীগাষ্ঠী চুয়াডাঙ্গা জেলা সংসদের সভাপতি হাবিবে জহির রায়হানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ ড. একেএম সাইফুর রশীদ, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মো. আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন অতিথি হিসেবে বক্তব্য রাখেন। কাঁঠাল উৎসব প্রস্তুতি কমিটির আহবায়ক হিসেবে শেখ আসমা চুমকি এবং মেহেরাব্বিন সানভি সচিব সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। কাঁঠাল উৎসব দর্শকরা উপভোগ করেন।

সংবাদটি শেয়ার করুন