ঢাকা | মঙ্গলবার
১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

স্ত্রী হত্যায় স্বামীসহ দুই জনের ফাঁসি

স্ত্রী হত্যায় স্বামীসহ দুই জনের ফাঁসি

স্ত্রীকে জবাই করে হত্যার পর লাশ গুম করার অপরাধ প্রমানিত হওয়ায় স্বামী সহ ২ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক ফেরদৌস ওয়াহিদ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, হাজী সাাইফুল ইসলাম ওরফে বাটপার সাইফুল। অপরজন হলেন আব্দুল করিম তার বাড়ি বসন্তেরপাড়া গ্রামে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালে সাঘাটা উপজেলার কামালেরপাড়া গ্রামের হাজী সাইফুল ইসলাম সঙ্গে একই উপজেলার ওসমানের পাড়া গ্রামের পারভীন বেগমের(২৩) বিয়ে হয়। বিয়ের পর থেকে সাংসারিক কলহ চলে আসছিলো। এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে স্ত্রী পারভিন বেগম তার বাবার বাড়িতে চলে যায়। তারপর স্ত্রীকে পরিকল্পিত হত্যার উদ্দ্যেশে সাইফুল তার শ্বশুরবাড়ি থেকে স্ত্রী পারভীনকে বাড়িতে নিয়ে যায়। ২০১৭ সালের ২৬ জুলাই রাতে দণ্ডপ্রাপ্ত দু’জন মিলে স্ত্রী পারভীন বেগমকে(৩২) জবাই করে হত্যা করে বসতবাড়ির ল্যাফটিনের সেফটি ট্যাংকির ভিতরে লুকিয়ে রাখে। এ ঘটনায় ৩০ জুলাই পারভীনের ভাই আজিজুর রহমান বাদী হয়ে সাঘাটা থানায় একটি মামলা দায়ের করেন। পরে এলাকায় দুগন্ধ ছড়িয়ে পড়লে পুলিশ সেফটি ট্যাংক থেকে পারভীন বেগমের লাশ উদ্ধার করে।

সংবাদটি শেয়ার করুন