আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার হত্যার ঘটনায় গ্রেফতার প্রাধান আসামীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজিব হাসান তার ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আশুলিয়া থানা পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড চেয়ে জিতুকে আদালতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেন কোর্ট ইন্সেপেক্টর মতিউর রহমান।
আশুলিয়া থানার এস আই এমদাদুল হক বলেন, বুধবার গাজীপুরের শ্রিপুরে এক বন্ধুর বাসা থেকে শিক্ষক হত্যার প্রধান আসামী জিতুকে গ্রেফতার করে র্যাব। পরে বৃহস্পতিবার র্যাব তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করে। হত্যাকান্ডের ঘটনায় প্রধান আসামি জিতুকে জিঙ্গাসাবাদের জন্য দশ দিনের রিমান চেয়ে ঢাকার চীফ জুডিশিয়াল ম্যজিষ্ট্রেট আদালতে পাঠানো হয়।
এর আগে বুধবার জিতুর বাবাকে গ্রেফতার করে দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে। ঢাকার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শেখ মুজাহিদুল ইসলাম তার পাচ দিনের রিমান্ড মঞ্জুর করে।
এদিকে ঘটনার পর পরই শিক্ষকের ভাই অসীম কুমার বাদী হয়ে আশুলিয়া থানায় স্কুল ছাত্রকে প্রধান আসামী করে আরো তিন-চারজনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করেন।