ঢাকা | রবিবার
২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

গরুর ল্যাম্পি স্কিনরোগে দুঃশ্চিন্তায় খামারিরা

গরুর ল্যাম্পি স্কিনরোগে দুঃশ্চিন্তায় খামারিরা

সখীপুরে ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত হচ্ছে শত শত গরু। সামনে কোরবানির ঈদকে ঘিরে বিপাকে পড়েছেন তারা। সখীপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়ে আছে শত শত গরু। প্রথমে শরীরের বিভিন্ন জায়গায় ফুলে যায় জ্বর হয় খাওয়া কমিয়ে দেয়। আস্তে আস্তে শুকিয়ে যায় অনেক সময় মারাও যায়। তবে মৃত্যু হার একে বারে কম। এ রোগে আক্রান্ত গরুর খামারিরা দুঃচিন্তায় দিন কাটাচ্ছেন। সামনে কোরবানি ঈদে আক্রান্ত গরু বিক্রি করা যাবে কি না এমন দুঃচিন্তায় তারা দিন পার করছেন। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হলেও ভালো হতে সময় লেগে যাচ্ছে অনেক দিন। ক্ষতস্থান গুলো শুকাতে এক দেড় মাস সময় গেলে যাচ্ছে।

এ ব্যাপারে সখীপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ সামিউল বসির বলেন, সারা দেশে ল্যাম্পি স্কিন রোগের প্রাদুর ভাব বেড়েছে। আমাদের সখীপুর এর বাইরে নয়। উপজেলার প্রায় ৩০% গরু এ রোগের শিকার আমরা আমাদের সাধ্যমত চিকিৎসা দিয়ে যাচ্ছি । এ রোগ মশার কামড় থেকে বেশি হয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে এ রোগ ছুয়াছে। আক্রান্ত পশুকে মশারির ভিতরে রাখলে ভালো হয়ে যায়। বেশি আক্রান্ত হলে গরুকে প্রয়োজনীয় চিকিৎসা দিতে হয়। কম আক্রান্ত হলে ১৪/১৫ দিনের মধ্য এমনিতেই ভালো হয়ে যায়।

তিনি আরো বলেন, আমাদের সখীপুরে কোরবানি গরুর কোন সমস্যা হবেনা সখীপুরে প্রায় ৯৯০০টি কোরবানি গরুর চাহিদা থাকলেও সখীপুরে প্রায় ১১০০০ হাজার কোরবানি গরু রয়েছে । খামারিরা গরুর নায্য মূল্য পাবেন। আশা করছি সখীপুরবাসী ন্যায্য দামে গরু কিনে কোরবানি দিতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন