ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চলছে বাণিজ্য মেলার প্রস্তুতি

প্রতিবছরের মতো এবারও শুরু হতে যাচ্ছে বাণিজ্য মেলার (২৫তম) আসর। ২০২০ সালের জানুয়ারির ১ তারিখ থেকেই পুরোদমে শুরু হবে এ মেলা। দেশী-বিদেশী বিভিন্ন পণ্যের স্টল‌-প্যাভিলিয়ন অংশ নিবে মেলায়। ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শনার্থীদের পদচারণায় মুখরিত থাকে মেলা প্রাঙ্গণ।

পহেলা ডিসেম্বর থেকেই শুরু হয়েছে মেলার প্রস্তুতি কার্যক্রম। এখন চলছে শেষ সময়ের নির্মাণ কাজ। এরপর অন্দর শৈলীর পালা। তাই দিন-রাত এক করে কাজ করছে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কেউ মেঝের বালি ভরাট করছে, কেউ কাঠের কাজ করছে, আবার কেউবা ঘর তৈরির কাজ করছে তো কেউ রংয়ের কাজ করছে। মেলা প্রাঙ্গণের যেদিকে চোখ যায় সেদিকেই চলছে শ্রমিকদের ব্যস্ততা। বিভিন্ন আদলে দৃষ্টিনন্দন করে তৈরি হচ্ছে এক একটি প্যাভিলিয়ন।

দোকান সাজাতে ব্যস্ত শ্রমিকরা

মেলার প্রস্তুতি বিষয়ে স্টিল বিল্ডিং ঠিকাদার কোম্পানির রেজাউল করিম জানান, পহেলা ডিসেম্বর থেকে কোম্পানিটি প্রায় ৯টির মত স্টলের কাজ করছেন। আর দুই দিনের মধ্যেই তাদের কাজ শেষ হয়ে যাবে। শুধু বাকি থাকছে অন্দরসজ্জা।

প্রাণ-আরএফএল এর সিকিউরিটি স্টাফ মুক্তারুল জানান, এবার আমাদের প্রাণ-আরএফএল’র নয়টি প্যাভিলিয়ন মেলায় থাকবে। কাজ শেষ হবে ২৫-২৬ তারিখের মধ্যেই।

প্রতিবছরের মতো এবারও জানুয়ারির ১ তারিখ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) পাশে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হবে। মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন