ঢাকা | শনিবার
২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

পিতলের সিংহাসন-সোনার মুকুটে মন কাড়ে

পিতলের সিংহাসন-সোনার মুকুটে মন কাড়ে

হবিগঞ্জ জেলায় দর্শণীয় যে কয়েকটি স্থান রয়েছে এর মধ্যে অন্যতম বিথাঙ্গল বড় আখড়া বা বিতঙ্গল আখড়া। জেলার বানিয়াচং উপজেলায় বিতঙ্গল গ্রামে বৈষ্ণব ধর্মালম্বীদের অন্যতম তীর্থস্থান হিসাবে পরিচিত এ আখড়াটির অবস্থান। ষোড়শ শতাব্দীতে রামকৃষ্ণ গোস্বামী এ আখড়াটি নির্মাণ করেন। এতে ১২০জন বৈষ্ণবের জন্য পৃথক কক্ষ রয়েছে।

তাছাড়া এ আখড়ার অন্যতম নিদর্শনের মধ্যে রয়েছে সুসজ্জিত রথ, পিতলের সিংহাসন, ২৫ মণ ওজনের শ্বেত পাথরের চৌকি, রৌপ্যপাত্র ও সোনার মুকুট। যা ভ্রমণ পিয়াসু দর্শণার্থীদের খুব সহজেই মণ কাড়ে। তাছাড়া মধ্যযুগীয় স্থাপত্যশৈলীতে নির্মিত বিথাঙ্গল বড় আখড়ায় যথাযোগ্য ভাবগাম্ভীর্য্যের মাধ্যমে বিভিন্ন ধর্মীয় উৎসব আয়োজন করা হয়।

এর মধ্যে আষাঢ় মাসের দ্বিতীয় সপ্তাহে রথযাত্রা, ফাল্গুন মাসে দোল পূর্ণিমার ৫ দিন পর পঞ্চম দোল উৎসব, কার্তিক মাসের শেষ দিনে ভোলা সংক্রান্তিতে কীর্তন, চৈত্রের অষ্টমী তিথিতে পূণ্যস্নান ও বারুনী মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতিদিন অসংখ্য পর্যটক ঐতিহাসিক এ গুরুত্বপূর্ণ বিথাঙ্গল আখড়াটি পরিদর্শন করেন থাকেন। তবে বর্ষাকালে ওই আখড়ায় দর্শণার্থীদের ভিড় দেখা যায়।

সংবাদটি শেয়ার করুন