ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গ্রাহক মানচিত্রকরণ-চাহিদা বৃদ্ধি বিষয়ে প্রশিক্ষণ

গ্রাহক মানচিত্রকরণ-চাহিদা বৃদ্ধি বিষয়ে প্রশিক্ষণ

পটুয়াখালীর কলাপাড়ায় গ্রাহক মানচিত্র ওয়াস পণ্যের চাহিদা বৃদ্ধির কৌশল এবং গ্রাহক মতামত ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) এর সহযোগিতায় কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ফলোআপ প্রশিক্ষণ পরিচালনা করেন হোপ ফর দি পুওরেষ্ট এইচপি’র কলাপাড়া বরগুনার ট্রেনিং অফিসার মো. শরিফুল ইসলাম খান।

এসময় কলাপাড়া ওয়াস সমবায় সমিতির সভাপতি মোঃ আবুল বাশার, কলাপাড়া  পৌরসভার সি-আই মোঃ নুরুল হক সরদার, আশা’র কলাপাড়া শাখার ব্যবস্থাপক মোঃ ফারুক হোসেন, হোপ ফর দি পুওরেষ্ট এর মার্কেট ডেভেলপমেন্ট অফিসার মোঃ জান্নাতুল নাঈম উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ক্রেতা চাহিদার মানচিত্র, পণ্য উন্নয়নে উদ্যোক্তার ভূমিকা ও দক্ষতা, পণ্য উন্নয়নে চাহিদা নিরূপণ ও উদ্যোক্তার করনীয়, ওয়াস পণ্যের চাহিদা তৈরির কৌশল ও প্রক্রিয়া এবং কার্যক্রমসহ ক্রেতার মতামত গ্রহণের পদ্ধতি  নিয়ে আলোচনা হয়। প্রশিক্ষণে  স্যানিটেশন, পানি, বর্জ্য সংগ্রহকারী, স্যানিটেশন ন্যাপকিন ও কনজুমার গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলো।

উল্লেখ্য এইচ পি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে  কলাপাড়া  পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মানবৃদ্ধি করে ওয়াস পন্যের পরিচিতি ও চাহিদা বৃদ্ধির এবং বাংলাদেশ সরকারের স্থায়ীত্বশীল উন্নয়ন অভিষ্ঠ লক্ষ্য -২০৩০ অর্জনে অবদান রাখবে।

সংবাদটি শেয়ার করুন