পাহাড়ি ঢল ও টানা বর্ষণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা সিলেট ও সুনামগঞ্জে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বানের পানির কারণে এ দুই জেলার প্রায় ৪০ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। কোনো কোনো এলাকায় পানি ঘরের চালা স্পর্শ করেছে। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় মানুষজন বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিচ্ছেন। আটকাপড়াদের উদ্ধারে অভিযানে যোগ দিয়েছে সেনাবাহিনী ও নৌবাহিনী।
বন্যার্তদের সাহায্যে খাদ্য সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন সহায়তায় এগিয়ে এসেছে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে বাংলাদেশ শিপ ব্রেকার্স এন্ড রিসাইক্লার্স এসোসিয়েশন (বিএসবিআরএ)। জাহাজ ভাঙ্গা শিল্প মালিকদের এ প্রতিষ্ঠানটি সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ২৫ লাখ টাকা মূল্যের ২ হাজার প্যাকেট শুকনা খাবার এবং ২ হাজার লিটার সুপেয় পানি হস্তান্তর করেন। বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় বন্যা দূর্গতদের ত্রাণ সামগ্রী গ্রহণ ও বিতরণ কেন্দ্রে গত ২৩ জুন সিলেটের ১৭ পদাতিক ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত কর্তকর্তাদের কাছে এসব ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন বিএসবিআরএ’র কর্মকর্তারা। উল্লেখ্য যে, প্রতিষ্ঠানটি করোনা ভাইরাস সংক্রমনের ক্রান্তিকালেও দেশের বিভিন্ন অঞ্চলের মানুষকে খাদ্য, নগদ টাকা, চিকিৎসাসেবাসহ বিভিন্ন সহায়তা করে দৃষ্টান্ত স্থাপন করেছে।