সাংবাদিকতায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাব সাংবাদিক জহুর হোসেন চৌধুরীর জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠান ও ‘দরবার-ই-জহর কলাম’ গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যে উদ্যোগ নিয়েছি। প্রেস কাউন্সিল, প্রেস ইনস্টিটিউটের মাধ্যমে এবং সাংবাদিক নেতাদের সঙ্গে আলোচনা করে একটা ডাটাবেজ তৈরি করা হবে। ডাটাবেজ তৈরি হলে কারা সাংবাদিক সবাই জানবে। জিজ্ঞেস করা যাবে আপনি সাংবাদিক, আপনার রেজিস্ট্রেশন নাম্বার কত।
সাংবাদিকতা শুধু একটা পেশাই নয় অনেক সাংবাদিকদের কাছে এটা একটা ব্রত-এমন মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, দেশ, রাষ্ট্র, জাতি গঠনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। জহুর হোসেনের মতো সাংবাদিকরা যেভাবে জাতি ও সমাজের কল্যাণের জন্য কাজ করেছেন, আপনারাও সেভাবে কাজ করে যাবেন।
ড. হাছান বলেন, ‘দেশ গঠনে পাশ্চাত্যের অন্ধ অনুকরণ নয়। আমরা একটা উন্নত দেশ যেমন গঠন করতে চাই; পাশাপাশি একটা মানবিক কল্যাণ রাষ্ট্রও গঠন করতে চাই। এ জন্য মানুষের মানবিকতার বিকাশ প্রয়োজন। যেটা এখন কমে যাচ্ছে।
প্রকাশনা উৎসবে জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, এরশাদ মজুমদার প্রমুখ।