রাস্তায় সুন্দর একটা শপিং ব্যাগ পড়ে থাকতে দেখে কৌতূহলবশত ব্যাগটি হাতে তুলে নেন লাইব্রেরি ব্যবসায়ী সেন্টু। ব্যাগের ভেতর জুতার একটি বাক্স দেখতে পান তিনি। আর বাক্সটি খুলতে গেলেই চোখ ছানাবড়া হয়ে উঠে তার। বাক্সভর্তি সব ৫০০ টাকার বান্ডিল। গত ১২ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় রায়েরবাজার হাইস্কুলের সামনে ঘটে ঘটনাটি।
এতগুলো টাকা একসাথে দেখে প্রথমে কিছুক্ষণ হতভম্ব হয়ে থাকেন তিনি। তবে সিদ্ধান্ত নিতে একটুও দেরি করেননি সেন্টু। সঙ্গে সঙ্গে ছুটে যান নিউমার্কেট থানায় যেয়ে টাকাভর্তি ব্যাগটি জমা দেন থানার ওসির কাছে। সেখানে গুনে দেখা যায় ৫০০ টাকার ২৩টি বান্ডিলে মোট সাড়ে এগারো লাখ টাকা আছে।
ওসিও বিষয়টি দেখার পর দেরী করেননি করণীয় নির্ধারণে। টাকার প্রকৃত মালিককে খুঁজে বের করার জন্য ঢাকার সব থানায় একযোগে বেতার বার্তা দেন তিনি। বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেন বিভিন্ন লোকজনের সঙ্গে। একপর্যায়ে জানা যায় মো. হারুন অর রশিদ নামে এক ব্যাক্তি গত ১২ ডিসেম্বর, সাড়ে ১১ লাখ টাকা হারিয়ে গেছে মর্মে হাজারীবাগ থানায় একটি জিডি করেন। তিনি পেশায় একজন কেমিক্যাল ব্যবসায়ী।
এভাবে টাকার প্রকৃত মালিককে খুঁজে বের করে নিশ্চিত হয়ে গত মঙ্গলবার রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমানের উপস্থিতিতে টাকার প্রকৃত মালিক হারুন অর রশিদকে টাকা বুঝিয়ে দেয় নিউমার্কেট থানা পুলিশ।
আনন্দবাজার/শাহী