ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় নতুন শনাক্ত ৮৭৩ জন

দেশে করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। ২০ দিন পর গত ২৪ ঘন্টায় করোনায় ফের মৃত্যু হয়েছে দেশে। এবং শনাক্তের হার বেড়ে ১০ শতাংশে ছাড়িয়েছে।

আজ সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৮৭৩ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০.৮৭ শতাংশ। নতুন শনাক্ত ৮৭৩ জনের মধ্যে ঢাকাসহ ঢাকা মহানগরীর ৭৯৮ জন। এ নিয়ে মোট শনাক্ত ১৯ লাখ ০৫ হাজার ৮৯৯ জন। আর মোট শনাক্তের হার ১৩.৭৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন একজনের মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১৩২ জনে। একইসময়ে আরও ৯২ জনেএ ভাইরাস থেকে সেরে উঠেছেন। এ নিয়ে দেশে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১৯ লাখ ৫ হাজার ৮৯৯ জন।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন