গাজীপুর কালিয়াকৈর পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় ড্রেনেজ ব্যবস্থা দুর্বল থাকায় বৃষ্টি হলেই তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি। শুক্রবার ভারী বর্ষণ এবং শনিবার সারাদিন থেমে থেমে বৃষ্টি পড়ায় নর্দমার পানি এবং বৃষ্টির পানি এক হয়ে বসত ঘরে প্রবেশ করেছে। কালিয়াকৈর পৌরসভার হরিনহাটি, আনসার একাডেমির তিন নাম্বার গেট, বোর্ডমিল, বিশ্বাস পাড়া পল্লীবিদ্যুৎ এলাকায় ঘুরে দেখা যায় পৌরসভার কোটি টাকা খরচে করে নির্মিত ড্রেনের উপর ক্ষমতাসীন ব্যক্তিদের বহুতল ভবন নির্মাণ করায় বৃষ্টির পানি প্রবাহে ব্যাহত হচ্ছে।
কালিয়াকৌর পৌরসভার ৮নং ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার হোসেন জানান, ক্ষমতাসীন ব্যক্তিরা ড্রেনের উপর বহুতল ভবন নির্মাণ করায় বৃষ্টির পানি প্রবাহে বাঁধা সৃষ্টি করছে। পৌরসভায় জলাবদ্ধতার কারণ হিসেবে তিনি আরো জানান, বাসাবাড়ির ময়লা-আবর্জনা পৌরসভার ড্রেনগুলোতে ফেলার কারনে এবং পৌরসভার ড্রেন গুলোর উপরে বহুতল ভবন নির্মাণ করায় ড্রেনগুলো সংস্কারের অভাবে ময়লা-আরর্জনা জমে ড্রেন সংকুচিত হয়ে পড়ছে। যার ফলে বৃষ্টি হলেই ঘরবাড়ি তলিয়ে যাচ্ছে।
কালিয়াকৈর পৌরসভার প্যানেল মেয়র খাত্তাব মোল্লা জানান, ড্রেনের উপর ওপর বহুতল ভবন নির্মাণ করার কারণে সেই ভবনের নিচে ময়লা আবর্জনা আটকে গিয়ে জলাবদ্ধতার পানি নামতে বাঁধা সৃষ্টি করেছে।ফলে ওই বহুতল ভবনের নিচে পরিষ্কার করতে না পারায় জলাবদ্ধতা স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।